
চোখে কি ছানির সমস্যা। সমাধানের উপায়
- শরীর স্বাস্থ্য | Mar 11, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ঃ- মানব শরীরে চোখ হলো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দৈনন্দিন জীবনে চোখের যত্ন নেওয়াটা বড় দুঃসাধ্য হয়ে পড়ে অনেকের জীবনে। কিন্তু মূল্যবান এই অঙ্গ কে সঠিকভাবে রাখতে বেশ কিছু করণীয়। বিশেষ করে চোখের ছানি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।
নিজস্ব চিত্র
বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে জেলার বার্তায়, শরীর স্বাস্থ্য দেখুন চোখের ছানি, দৃষ্টি শক্তির বড় হাতছানি।চোখের মধ্যে উপস্থিত প্রোটিনগুলি জমাট বাঁধে, তখন এটি একটি মেঘলা, অস্পষ্ট রূপরেখার সাথে দৃষ্টিকে বিভ্রান্ত করে। এটি ধীরে ধীরে বিকাশ লাভ করে এবং আপনার দৃষ্টিতে হস্তক্ষেপ করতে শুরু করে এবং যদি চিকিত্সা না করা হয় তাহলে সম্পূর্ণ অন্ধত্ব হতে পারে।বিশেষ করে সুন্দরবনে এই রোগটি খুব কাউর দেয় প্রত্যেকের।
চোখের ছানির বেশ কয়েকটি লক্ষণ রয়েছে যেমন: -মেঘলা/দুগ্ধ/কুয়াশা/অস্পষ্ট দৃষ্টি দুর্বল রাতের দৃষ্টি।আলোর চারপাশে একটি হ্যালো (একদৃষ্টি) দেখা। বিশেষ করে রাতে হেডলাইটের দিকে তাকালে আক্রান্ত চোখে কিছু ক্ষেত্রে দ্বিগুণ দৃষ্টি।সব মিলিয়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়াটা একান্ত প্রয়োজন। তাই নিজের চোখকে সুস্থ রাখুন ।
শান্তনু পুরকাইতের রিপোর্ট। জেলার বার্তা।