ঘুরে আসি
ছন্দে ফিরছে সুন্দরবন।
- Nov 13, 2020
শীতে বেড়াতে ভালোবাসে না এমন কেউ খুঁজে পাওয়াই দায়। শীতের রোদ গায়ে মেখে এই ছুটিতে গন্তব্য হতেই পারে ‘সুন্দরী’ সুন্দরবন।করণা আবহে লক ডাউনে সমস্যায় ফেলেছে সুন্দরবনবাসীর । পর্যটন ব্যবসা লাটে উঠেছে দক্ষিণ সুন্দরবনে একাধিক জায়গায়।ঘূর্ণিঝড় বুলবুল,আমফান আর করণা রোগে সুন্দরবনবাসীকে আরো নিঃস্ব করে তুলেছে। লক ডাউনে বন্ধ সুন্দরবন খুলছে ধীরে ধীরে। তছনছ হওয়া সুন্দরবন এখন ছন্দে ফিরছে ধীরে ধীরে । ট্রেন চলাচল শুরু হয়েছে । তাই পর্যটক টানতে জোর কদমে চলছে প্রস্তুতি । কেউ লঞ্চ সারাতে ব্যস্ত কেউ আবার রঙ কোরতে,ফেরীঘাট সারানোর কাজ চলছে জোর কদমে । কটেজ ,হোটেল সব দিক দিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি । সব অবসান কাঠিয়ে শীত মরশুমে ঘুরছে সুন্দরবন । ঘুরছে সুন্দরবনের খামখেয়ালীপনা রূপ। তাই উপার্জনের আসায় তাকিয়ে রয়েছে অনেকে।
আরও পড়ুনদুই বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রমজীবীদের চড়ুইভাতির আয়োজন ।
- Oct 31, 2020
প্রতি বছরের ন্যায় এবছরও শ্রমজীবি ইমরাতি মিস্ত্রিদের নিয়ে চরুই ভাতির আয়জন করল বেসরকারী দুই প্রতিষ্ঠান । “গগন টি এম টি বারের” উদ্যোগে “মান্না আইরন স্টিলের” সহযোগিতায় একদিন ব্যাপী চড়ুইভাতির আয়োজন করা হয়। যার অনুপ্রেরণায় ছিলো “মাস্টার বিল্ডার”। ডায়মন্ড হারবার কেল্লার মাঠে মোট ত্রিশ জন শ্রমজীবী ইমারতি মিস্ত্রিদের হাতে গেঞ্জি ,টুপি,ব্যাগ বিতরণ করা হয়। দুপুরে খাওয়া-দাওয়া ছিল বিরিয়ানি । রসাল চিভের স্বাদে, নোনা হাওয়া গা ভাসিয়ে আহারে-বাহারে সারেন ইমারতি মিস্ত্রিরা । ডায়মন্ড হারবার কেল্লার মাঠের এমন অনুষ্ঠানে সাধুবাদ জানিয়েছে শ্রমজীবী ইমারতি মিস্ত্রিরা ।
আরও পড়ুনপূজার প্রাককালে সেজে উঠছে মৌশুনীর পর্যটন কেন্দ্র ।
- Sep 24, 2020
স্বাভাবিক ছন্দে ফিরছে মৌশুনী । অস্থায়ী পর্যটকদের থাকার জায়গা স্বাভাবিক করতে দিনরাত কাজ করছে স্থানীয়রা । করোনার জেরে বন্ধ হয়ে পরে মৌশুনী থেকে সল্ট ঘেরী প্রায় দুকিলোমিটার জুরে থাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ট্রেন্ড । ব্যবসা গোছাতে না গোছাতে শুরুর মুখে ২০১৯ সালে ডিসেম্বরে বুলবুল ঘূর্ণিঝড়ের গ্রাসে পরে ট্রেন্ট ব্যবসা । সম্পূর্ণ ধংস হয়ে পরে মৌশুনী ট্রেন্ড ব্যবসা গুলি । ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে মরিয়া হয়ে ওঠে অনেকে ।
আরও পড়ুন