খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলে আবারো পথ দুর্ঘটনায় আহত চার

  • Mar 18, 2024

শেখ সাইফুদ্দিনের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী বজবজের দিক থেকে তারাতলার দিকে একটি ছোট হাতি গাড়ি যাচ্ছিল। সেই সময়ে উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট গাড়ি মহিলা যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে ছোট হাতি গাড়িটিকে সজরে ধাক্কা মারে।

আরও পড়ুন

রামকৃষ্ণ জন্ম জয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • Mar 18, 2024

লোকসভা নির্বাচন নিয়ে কোন মাথা ব্যাথা নেই।, রামকৃষ্ণ জন্মজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করতে ব্যস্ত জি প্লটের মানুষ। ঘোষণা হয়েছে নির্বাচনে নিঘন্ঠ।তাতে কি এসে যায় ।দক্ষিণ ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ জন্ম জয়ন্ত ও সুবর্ণজয়ন্তী উদযাপনের মেতে উঠল কয়েক শতাধিক মানুষ। সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রমের ৫০ তম বছর পরেছে। দু'দিনব্যাপী চলবে এই উদযাপন পর্ব।

আরও পড়ুন

রবিবার সন্ধে থেকে পশ্চিমের জেলাগুলিতে ঘন কালো মেঘ।

  • Mar 18, 2024

রবিবার সন্ধে থেকে পশ্চিমের জেলাগুলিকে ঘন কালো মেঘ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরুলিয়ায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন