খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। মঙ্গলবার জেলার আবহাওয়া ।।

  • Jul 04, 2023

04/07/2023 মঙ্গলবার সকাল থে‌কে চল‌ছে জেলা জু‌রে প‌রিস্কার আকাশ। সর্বোচ্চ তাত্রামাত্রা 33 ডি‌গ্রী সেল‌সিয়াস , সর্ব‌নিম্ন 27 ডিগ্রী সেল‌সিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 78 শতাংশ।

আরও পড়ুন

।। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসডিও অফিসে ডেপুটেশন ।।

  • Jul 03, 2023

একাধিক অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডায়মন্ডহারবার এসডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি দেখান। ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদারের নেতৃত্বে পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকের তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচি দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মী সমর্থকদের বেশি করে সমর্থন করছেন ডায়মন্ড হারবার এসডিপিও। ডায়মন্ড আবার এক নম্বর ও দু নম্বর ব্লকের পাশাপাশি মগরাহাট দুই ব্লক কর্মসূচিতে অংশ নেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ।

আরও পড়ুন

।। বালেশ্বর ট্রেন দুর্ঘটনা, ৩০ দিন পরই ফিরল নিথর দুই দেহ ।।

  • Jul 03, 2023

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় অবশেষে ৩০ দিন পরই কাকদ্বীপে ফিরল ৬৪ নম্বর এলাকায় দুই ব্যক্তির মৃতদেহ। দীর্ঘ একমাস আগে করমন্ডল এক্সপ্রেস করে কাজের সূত্রে বেরিয়েছিলেন ১১ জন ।পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। তবে গত একমাস আগে উড়িষ্যার বালেশ্বরের কাছে রেল দুর্ঘটনায় ১১ জনের মধ্যে আগেই পৌঁছেছে পাঁচজনের মৃতদেহ ।অবশেষে বহু খোঁজাখুঁজির পর আজ কাকদ্বীপ পুলিশ মর্গে এসে পৌঁছালো ৬৪ নম্বর এলাকার দুই ব্যক্তির মৃতদেহ। একজন আব্দুল মাজিক শেখ (৪৫)। অন্যজন গিয়াস উদ্দিন শেখ (৩২)। এলাকাবাসীর সূত্রে জানা গেছে ওই রেল দুর্ঘটনায় ৬৪ নম্বর এলাকার এখনো চার জন ব্যক্তির হদিস পাওয়া যায়নি আজও।

আরও পড়ুন