শরীর স্বাস্থ্য
।। দাদের সমস্যা ? জেনেনিন সমাধান ।।
- Jul 17, 2023
বর্তমানে মানব সমাজে 'দাদ' একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। 'দাদ' চামড়া্র একটি সাধারণ সংক্রমণ যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। 'দাদ' সংক্রমন নিয়ে জেলার বার্তায় শরীর স্বাস্থ্যে লিখছেন ডঃ তরুন পাল।
আরও পড়ুন।। বর্ষায় ঘামাচির সমস্যা ? নির্মূলের উপায় ।।
- Jul 16, 2023
ঘামাচি হয় অতিরিক্ত গরমের কারণে। অতিরিক্ত ঘামের কারণে ঘর্মগ্রন্থির নিঃসরণে বাধা বা ঘর্মগ্রন্থির প্রদাহও ঘামাচির কারণ। শীতল জলের পরশ, ঘামাচির সাময়িক এবং আংশিক প্রতিকার দেয়। বৃষ্টির জলের তাপমাত্রা কম থাকার কারণেই এই জলে ভিজলে ঘামাচির যন্ত্রণার খানিকটা লাঘব হয় বলে জানালেন ডঃ তরুন কুমার পাল।
আরও পড়ুন।। ভারত পেট্রলিয়াম আর্থিক সহযোগীতায়, রঘুনাথপুর নারী কল্যান সমিতির উদ্দ্যোগে একদিন ব্যাপি বিনা মূল্যে চিকিৎসা ।।
- Jul 15, 2023
পাথর প্রতিমার দুর্বাচটি তৃতিয় খন্ড অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একদিন ব্যাপী বিনা মুল্যে চিকিৎসার আয়োজন করে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি। ভারত পেট্রোলিয়াময়ের আর্থিক সহযোগিতায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মধ্য দিয়ে বিনা মূল্যে দূর্বাচটি গ্রামে এই চিকিৎসার আয়োজন করা হয়। বিনা মূল্যে চিকিৎসার মধ্যে রয়েছে আই চেক আপ, ইসিজি, ব্লাড সুগার চেকআপ, ব্লাড প্রেসার চেকআপ, এছাড়া ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন এবং ডেন্টাল চেকআপ। এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানান প্রত্যন্ত এলাকার দূর্বাচটি গ্রামের মানুষ থেকে জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন