পৌর বার্তা

বিপর্যয় ক্ষতিগ্রস্থ ভ্যান চালকদের পাশে বিধায়ক দীপক কুমার হালদার ।
- Jun 12, 2020
অামফান বিপর্যয় ক্ষতিগ্রস্থ দুঃস্থ মানুষদের পাশে ডায়মন্ড হারবার বিধায়ক দীপক কুমার হালদার। ডায়মন্ড হারবার পুরসভার কপাটহাটের তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কার্যালয় থেকে ত্রান সামগ্রী তুলেদেন দীপক বাবু।দুশজন দুঃস্থ ভ্যান চালক,রিস্কা চালকদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।
আরও পড়ুন
ডায়মন্ড হারবার সাংবাদিকদের পাশে পুলিশ প্রশাসন।
- May 11, 2020
রাজ্য সরকারের উদ্যোগে চলমান মোবাইল করোনা ভাইরাস পরীক্ষা চালু করা হল ডায়মন্ড হারবারে । ডায়মন্ড হারবার স্টেশান সংলগ্ন এলাকায় ২২জন সাংবাদিক সহ চিত্র সাংবাদিকদের করোনা টেস্ট করা হয় । ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহার ডায়মন্ড হারবার থানার আই সি,ডায়মন্ড হারবার ‘সি এম ও এইচের’ উপস্থিতিতে সাংবাদিকদের করোনা টেস্টের জন্য লালারস সংরক্ষন করা হয় ।
আরও পড়ুন
জলের পাইপ থেকে অগ্নিগর্ভ মহেশতলা। নেপথ্য কে? তদন্তে পুলিশ।
- Dec 07, 2019
অগ্নিগর্ভ মহেশতলা । আগুনভষ্মিভূত ফাইবার জলের পাইপ। দক্ষিণ ২৪ মহেশতলা থানার বাটা নগর নিউল্যাণ্ডের ঘটনা ।
আরও পড়ুন