পৌর বার্তা
সোনারপুর পুলিশের জ্বালে আন্তর্জাতিক বাইক পাচার চক্র ।
- Jul 28, 2020
আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস। ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের সাথে বাংলাদেশী পাচার চক্রের যোগ রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোনারপুরে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে মইদুল লস্কর, আনারুল মোল্লা, সহিদুল সর্দার। তদন্তে জানা গিয়েছে আনারুল দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক চুরির কাজ করত।
আরও পড়ুনরক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বারুইপুরে ।
- Jul 28, 2020
বারুইপুরে এক হোমিওপ্যাথি চিকিৎসকের বারান্দা থেকে উদ্ধার হল এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটে বারাইপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শাসন ব্যানার্জি পাড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা লক্ষীকান্তপুর। শ্বশুরবাড়ি মগরাহাট থানা ঝিংকির হাট এলাকায়।
আরও পড়ুনবিপর্যয় ক্ষতিগ্রস্থ ভ্যান চালকদের পাশে বিধায়ক দীপক কুমার হালদার ।
- Jun 12, 2020
অামফান বিপর্যয় ক্ষতিগ্রস্থ দুঃস্থ মানুষদের পাশে ডায়মন্ড হারবার বিধায়ক দীপক কুমার হালদার। ডায়মন্ড হারবার পুরসভার কপাটহাটের তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কার্যালয় থেকে ত্রান সামগ্রী তুলেদেন দীপক বাবু।দুশজন দুঃস্থ ভ্যান চালক,রিস্কা চালকদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।
আরও পড়ুন