পঞ্চায়েতের পাঁচ কাহন

।। নামখানায় ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া ঘিরে উত্তেজনা ।।
- Jul 04, 2023
পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল সূত্রে জানা যায় শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের ২৪০ নম্বর বুথে বুধবার দিন একটি নির্বাচনী পথসভা রয়েছে। যার কারনে মঙ্গলবার দিন থেকে প্রস্তুতি নিয়েছিলেন তৃণমূল কর্মীরা। স্টেজের উপর নিজেদের দলীয় ফেস্টুন টাঙ্গিয়ে ছিলেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার দিন সকালে তৃণমূল কর্মীরা এসে দেখতে পান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফেস্টুটি ছিড়ে দিয়ে গেছে। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন
।। ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লো বিজেপি প্রার্থীরা ।।
- Jul 04, 2023
৮ ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করছে শাসক বিরোধী দলের নেতা নেতৃত্বটা। তারই মাঝে মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের বামন খালি 26 নম্বর বুথে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার দাসের নেতৃত্বে বিজেপির তিন প্রার্থী ভোটের প্রচারে যায়। ভোটের প্রচারে যায় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী রিয়া দাস বর , পঞ্চায়েত সমিতির প্রার্থী রঞ্জিত হাজরা ও জেলা পরিষদের প্রার্থী কাকলি প্রামানিক ভূঁইয়া। সেই সময় এলাকাবাসীরা বিজেপির এই তিন প্রার্থীদের গ্রামে ঢুকতে বাধা দেয়। গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা । বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম লাভ হয়নি। রাস্তা মেরামতি না হলে কোন দলকেই ভোট দেবো না এমনটাই হুঁশিয়ারি দেন এলাকাবাসীরা। এছাড়াও ভোট বয়কটের দাবি তোলেন এলাকাবাসীরা। এরপর বিজেপি প্রার্থীরা আশ্বাস দেন যদি ক্ষমতায় আসে বিজেপি এই পঞ্চায়েতে তাহলে ১৫ দিনের মধ্যে এই ইটের বেহাল রাস্তা কংক্রিটের করে দেওয়া হবে।
আরও পড়ুন
।। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে যোগদান।।
- Jul 03, 2023
পঞ্চায়েত নির্বাচনের আগে ঘোড়ামারা দ্বীপে বিরোধী শিবিরে বড় ভঙ্গন। প্রায় ১০০ জন কর্মী সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার হাত ধরে যোগদান করলো তৃণমূলে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব । বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় ১০০ জন কর্মী যোগদান করল তৃণমূল কংগ্রেসে।
আরও পড়ুন