পঞ্চায়েতের পাঁচ কাহন

।। কুলপিতে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।।
- Jul 05, 2023
কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত রাত্রি ২:৩০ থেকে ৩ টে নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতকারী প্রথমে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে দুই তিনটে বোমা মারে। কিছুটা দূরে বাড়ির পার্শ্ববর্তী একটি পোলের কাছে পুলিশ উপস্থিত ছিল। কংগ্রেস প্রার্থী সাহারুল পাইকের অভিযোগ কুলপি ব্লকের দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের অষ্টআশি নম্বর বুথে এবারের কংগ্রেসের প্রার্থী হয়েছেন। অন্যান্য দলের প্রার্থী না থাকলেও এই অষ্টআশি নম্বর বুথের গ্রাম সভায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াইটা হবে বলে মনে করছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে এলাকা ছাড়া হতে হয় বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী সাহারুল পাইক। যদিও বোমাবাজির ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। কুলপি থানা পুলিশ সূত্রে খবর ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে, পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়নি ঘটনার পর থেকে থমথমে ছামনাবুনিদ গোটা এলাকা।
আরও পড়ুন
।। হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রচার ।।
- Jul 05, 2023
পঞ্চায়েত নির্বাচন প্রচার শেষ পর্যায়ে। সময় নষ্ট না করে সকাল থেকেই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার। উন্নয়নকে হাতিয়ার করে বিরোধীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মগরাহাট পশ্চিম বিধানসভার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের ৮২ নম্বর বুথে জোর কদমে চলছে ঘাসফুল শিবিরের প্রচার। গ্রাম সভায় রায়হান লস্কর ১৩ নম্বর পঞ্চায়েত সমিতিতে ওয়াসিম হালদার এবং জেলা পরিষদের এবারের প্রার্থী হয়েছেন মুজিবর রহমান মোল্লা।
আরও পড়ুন
।। মৌসুনি দ্বীপে চলছে রুট মার্চ ।।
- Jul 05, 2023
নামখানা ব্লকের ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে মৌসুনি দ্বীপে চলছে রুট মাচ। ফ্রেজাগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকারের তত্ত্বাবধানে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার প্রতিনিধি দল মানুষের সঙ্গে গিয়ে কথা বলেন। মানুষকে গিয়ে বোঝান এই পঞ্চায়েত নির্বাচনে এলাকায় কোন বিশৃঙ্খলা পরিবেশ যদি হয় সঙ্গে সঙ্গে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশকে বা মৌসুনি দ্বীপের ক্যাম্পে খবর দিতে। এছাড়াও কোন অসুবিধা থাকলে সরাসরি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকারের ফোন করে সঙ্গে সঙ্গে জানানোর জন্য অনুরোধ জানায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। নির্ভয়ে নিজে নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ভোট দিতে গেলে কোন যদি অসুবিধা হয় তার জন্য ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তৎপর রয়েছে বলে এলাকার মানুষজনকে জানান।
আরও পড়ুন