খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। ব্যালট ছিনতায়ের চেষ্টায়, গ্রামবাসীর তাড়া খেলো দুষ্কৃতীরা ।।

  • Jul 07, 2023

দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ২২৪ নাম্বার বুথে ব্যালট ছিনতাই করতে গিয়ে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে দুষ্কৃতীরা। যদিও বিরোধীরা দাবি করেছেন সবাই তৃণমূলের লোকজন, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাই নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়। তবে কোনো ব্যালট ছিন্তাই হয়নি বলে দাবি দায়িত্বে থাকা কর্মীদের। প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি হবে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন

।। ভোট প্রচার করতে গিয়ে মার খেলো ২৪০ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ।।

  • Jul 06, 2023

ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিরোধী আইএসএফ ও সিপিএম। ঘটনাস্থলে দুই পক্ষের একাধিক কর্মী সমর্থকেরা আহত হন। দুই পক্ষের তরফ থেকে কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ কাকদ্বীপ বিধানসভার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ২৪০ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারের জন্য যায় ২৪০ নম্বর বুথের বুথ সভাপতি সহ একাধিক কর্মীরা। ভোট প্রচারে গেলে তৃণমূল কংগ্রেসের ২৪০ নম্বর বুথের বুথ সভাপতি সহ একাধিক কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে সিপিআইএম ও আই এস এফ এর কর্মীরা। গুরুতর আহত হয়ে পড়ে ২৪০ নম্বর বুথের বুথ সভাপতি শেখ নুর আলম সহ ২৪০ নম্বর বুথের বুথ কর্মীরা। তড়িঘড়ি করে খবর দেয়া হয় কাকদ্বীপ থানায়, ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। কাকদ্বীপ থানার আইসি পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

কাকদ্বীপে সিপিএম ও বিজেপি ছে‌ড়ে একাধিক কর্মীর তৃণমূ‌লে যোগদান।

  • Jul 05, 2023

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ে এলাকা যানবাহন শ্রমিক (INTTUC)সংগঠনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় ।এই নির্বাচনী সভায় সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন একা‌ধিক সমর্থক। তা‌দের বক্তব্য তৃণমূ‌লের উন্নয়‌নকে হা‌তিয়ার করে তৃণমূ‌লের পা‌শে থে‌কে কাজ কর‌তে চাই। এ‌দিন কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পা‌খিরা ব‌লেন পঞ্চা‌য়ে‌তের পর বি‌জে‌পি সি‌পিএম ব‌লে কিছু থাক‌বেনা ।আগামী দিন বি‌রোধীরা মাথা নতো কর‌বে উন্নয়ন বা‌হি‌নির কা‌ছে।

আরও পড়ুন