পঞ্চায়েতের পাঁচ কাহন

ডায়মন্ড হারবার লোকসভায় দ্বিতীয় দিনে বিজেপির সংকল্প যাত্রা।
- Oct 21, 2019
ডায়মন্ড হারবার লোকসভায় বিজেপির মহাত্মা গান্ধী সংকল্প যাত্রার দ্বিতীয় দিনে পরল। ফতেপুর কালী মাতার মন্দিরে পূজা দিয়ে শুরু করলেন সংকল্প যাত্রা। উপস্থিত রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলি, রাজ্য সম্পাদক রিতেশ তেওয়ারী, জেলা সভাপতি অভিজিত দাস সহ সহকারী সভাপতি সুফল ঘাঁটু এছাড়া ছিলেন অন্যান্য কর্মীগন।
আরও পড়ুন
বিষ্ণুপুরে সংকল্প যাত্রায় এসে বিজেপির রুপাগাঙ্গুলি তৃনমূলের ঝাড়ু দিয়ে পরিস্কার করার কথা বল্লেন।
- Oct 20, 2019
দক্ষিণ ২৪ পরগনার জেলার বিজেপির পশ্চিম ভাগ জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের জুলপিয়া থেকে আমতলা ও আমতলা থেকে বাখড়া হাট পর্যন্ত পথ যাত্রার মাধ্যমে এই সংকল্প যাত্রা শুরু হয়।
আরও পড়ুন
প্রকাশ্য জনমঞ্চে শিরাকল গ্রাম পঞ্চায়েত মন্ত্রীর ভাই পূর্ন দায়িত্ত পাওয়ার পর , ক্ষোভে ফুসছে এলাকাবাসি। একাধিক অভিযোগ বিজেপির।
- Oct 20, 2019
মগরাহাট পশ্চিম বিধান সভার দুবারের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা।ক্ষমতায় আসার পর অনুন্নয়ন এলাকা উন্নয়ন গড়তে থাকে দিকে দিকে। এলাকার মানুষের কাজে মন্ত্রী গিয়াস বাবু উন্নয়নের কান্ডারী বলে তকমা পান। নিজের এলাকার কাজ নিজের দলের সর্মথকদের ভাগ করে দিয়েদেন । আরো উন্নয়নের লক্ষ্য । কিন্তু বাগ হয়ে দাঁড়ায় মন্ত্রীর ছোট ভাই বর্তমানে জেলা পরিশোধের সদস্য মুজিবর রহমান মোল্লা ।
আরও পড়ুন