খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বুলবুল ঘূর্ণিঝড় তান্ডপ সুন্দরবন জুরে।

  • Nov 10, 2019

মাত্র অয়েক ঘন্টা , তার মধ্য তছনছ করলো সুন্দরবনের বিস্তৃর্ণ এলাকা । মাটির বাড়ি থেকে টালির বাড়ি । অ্যাসবেসটরের ছাউনি থেকে টিনের ছাউনি দেওয়া বাড়ি উড়ে গেল বুলবুলের দাপটে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় বুলবুল ঘূর্ণিঝড় । সময় যতো এগতে থাকে ততোইবাড়ে ঘূর্ণি ঝড়ের গতি । রাত ৮ টার পর আছড়ে পরে সাগর, পাথর প্রতিমা , বকখালি । রাত দুটো পর্যন্ত তান্ডপে উজার হয়ে পরে গোটা সুন্দরবন ।

আরও পড়ুন

বুলবুলের আতঙ্কে সুন্দরবনবাসি।

  • Nov 09, 2019

প্রবল বর্ষন সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। ভাঙা বাঁধে বসে বকখালির হাতিকর্নার,দাসকর্নার, লক্ষ্মীপুর ও অম্রাবতি বাসি আতঙ্কে দিন গুনছিল। বাঁধ হলেও কাজে সন্তুষ্ট নন অনেকে। আইলার পর আজও বাঁধ পাননি হাতি কর্নার, দাসকর্নার এলাকাবাসি। ফলে প্রতিবছর কোটালের জল প্রবেশ সঙ্গে বড় কোন ঝড়ে সম্মুখে পরেন শতাধিক পরিবার ।

আরও পড়ুন

ঘূর্নিঝড় ‘বুলবুল’ আগমনে তৎপর প্রশাসন।

  • Nov 07, 2019

আরব সাগরে একসঙ্গে দুই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাচ্ছে। এদিকে ঘূর্ণিপাক তৈরি হচ্ছে বঙ্গোপসাগরেও। আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। এই ঘূর্ণিঝড় 'বুলবুল' নাম নিয়ে আছড়ে পড়বে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে। বাংলাতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন হাওয়া অফিস। বি‌শেষ ক‌রে দ‌ক্ষিন সুন্দরব‌নের কাকদ্বীপ,সাগরদ্বীপ,বকখা‌লি,পাথরপ্র‌তিমা,রায়‌দি‌ঘি মাই‌কিং শুরু হ‌য়ে‌ছে স্থা‌নিয় প্রশাস‌নের তর‌ফে।

আরও পড়ুন