পঞ্চায়েতের পাঁচ কাহন

বুলবুল ঘূর্নিঝড়ের পর জলবাহিত রোগে আতঙ্কে সুন্দরবনবাসি।
- Nov 16, 2019
বুলবুল ঘূর্নিঝড়ের আতঙ্ক কাটেনি সুন্দরবনবাসির মধ্য। বুলবুল ঘূর্ণিঝড় তাণ্ডবের পর দক্ষিণ সুন্দরবনের এবার জলবাহিত রোগের প্রকোপ শিশু থেকে যুবক-যুবতী, পৌঢ়- পৌঢ়া থেকে বৃদ্ধ-বৃদ্ধা। জল বাহিত রোগে আক্রান্ত এক হাজার দ্বীপবাসী। এলাকায় সরকারিভাবে মেডিকেল প্রতিনিধি দল থাকলেও রোগ মুক্ত করতে পারছে না স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন
বুধাখালির বুলবুল ঘূর্নিঝড়ের দুস্বপ্ন ভুলতে পারছেনা এলাকাবাসি।
- Nov 15, 2019
চলতি মাসের ১১ তারিখ গভীর রাতে বুলবুল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে গোটা সুন্দরবনে। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বাদ যায়নি বুধা খালি গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষ্মীপুর গ্রামের ২২৩ নম্বর বুথে প্রায় দেড় হাজার মানুষের বাস ।
আরও পড়ুন
বুলবুল দাপটে তছনছ নদী বাঁধ।
- Nov 14, 2019
বুলবুলের দাপটে ক্ষতি গ্রস্থ সুন্দরবনের বিস্তূর্ণ অঞ্চল বসতবাড়ি থেকে মাছের ভেড়ি । তছনচ হয়েছে চাষের জমি । ক্ষতির মুখে পরে আতঙ্কে দিন গুনছেন দক্ষিন সুন্দরবন বাসি ।
আরও পড়ুন