পঞ্চায়েতের পাঁচ কাহন
বুলবুলের পর নতুন রুপে গঙ্গাসাগর । মেলা সাসছে “ইকো ফ্রেন্ডস” রুপে।
- Nov 25, 2019
বুলবুল ঘূর্নিঝড়ের পর সাসজে গঙ্গাসাগর মেলা । নতুন রুপে আসছে এবার মেলা। ইকো ফ্রেন্ডস নামে এবারে গঙ্গা সাগর মেলা তীর্থযাত্রীদের সামনে তুলে ধরবে জেলা প্রশাসন । ইতি মধ্য শুরু হয়েছে কাজ । গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ড, সুন্দরবন বিষয়ক দপ্তর , পূর্তদপ্তর,দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগে শুরু হয়েছে কাজ ।
আরও পড়ুনএকাধিক দাবি নিয়ে তৃনমূল কংগ্রেসের ডেপুটেশান শিয়াদাহ ডায়মন্ড হারবার শাখার দেউলা স্টেশানে ।
- Nov 25, 2019
নিত্যযাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে স্টেশন মাষ্টারকে ডেপুটেশন। ট্রেনে ওঠার জন্য যাত্রীরা স্টেশনে এসে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। যাত্রীদের সমস্যার কথা ভেবে আজ সকালে বিভিন্ন দাবি নিয়ে স্টেশন মাষ্টারের কাছে ডেপুটেশন জমাদেন। শিয়ালদহ - ডায়মন্ড হারবার শাখার দেউলা স্টেশনে।
আরও পড়ুনবুলবুল ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে ত্রান নিয়ে হাজির বন্ধুমহল।
- Nov 24, 2019
এদের কেউ সরকারি চাকুরীজীবী ! কেউবা আইনজীবী ! কেউ আবার ব্যবসাহী, বেসরকারি কোন প্রতিষ্ঠানের কর্মরত সদস্য। প্রতিবছর কাজের ফাঁকে বেড়িয়ে পরেন পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে ।পরিবারের আনন্দ মুহুর্ত ভাগ করতে বেড়িয়ে পরেন ঠিকি। কিন্তু এবারের চিত্রটা অন্যরুপ।বেড়ানোর পরিকল্পনা হলোনা আর । তারই পরিবর্তে “বুলবুল ঘূর্নিঝড়ে” ক্ষতি গ্রস্থদের পাশে দাঁড়াতে অভিনব উদ্দ্যোগ নিলেন বন্ধু মহলের সদস্যরা ।
আরও পড়ুন