পঞ্চায়েতের পাঁচ কাহন
অভিযোগ পাল্টা অভিযোগ শুনতে “দিদিকে বলো” কর্মসূচিতে হাজির জেলা যুবতৃনমূল কংগ্রেস কার্যকরী সভাপতি ।
- Dec 03, 2019
সোমবার কুল্পি যুব তৃনমূল-কংগ্রেস কার্যালয়ে “দিদিকে বলো” কর্মসূচির পর মঙ্গলবার থেকে পথে নামলেন জেলার যুবতৃনমূল কংগ্রেস কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদার অরফে পার্থ । ঢোলা গ্রামপঞ্চায়েতের দড়িকৈতলা অবৈতনিক বিদ্যালয় মাঠে সন্ধ্যাকালিন শুর হয় “দিদিকে বলো” কর্মসূচি । যেখানে জনতার সামনে হাজির ছিলেন কার্যকরী সভাপতি থেকে কুল্পি ব্লকের যুবতৃনমূ কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক,সহসভাপতি অরুপ হালদার।
আরও পড়ুনজেলা যুব তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতিকে নিয়ে কল্পিতে দিদিকে বলো কর্মসূচি ।
- Dec 02, 2019
কুল্পি ব্লক যুব তূনমুল কংগ্রেসের সভাপতিকে নিয়ে “দিদিকে বলো” কর্মসূচি জেলা কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদারের । সোমবার কুল্পি ব্লকের যুবতৃনমূল কংগ্রেস কার্যালয়ে “দিদিকে বলো” কর্মসূচিতে সাংবাদিক সম্মেলন করেন।
আরও পড়ুন৬৪ ছাড়িয়ে ৬৫তে পা রাজ্যর সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রীর। কেক কেটে জন্মদিন পালন গিয়াস উদ্দিন মোল্লার ।
- Nov 30, 2019
৬৪ ছাড়িয়ে ৬৫তে পা রাজ্যর সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার ।জীবনকে সুদীর্ঘ করতে মন্ত্রীর জন্মদিন পালন করলেন মগরাহাট এক নম্বর ব্লকের শিরাকল গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ গ্রামসভার সদস্যরা ।
আরও পড়ুন