পঞ্চায়েতের পাঁচ কাহন
মৎসজীবীদের “বাঁকিতে” বিশাল আকৃতি “কেউটে” । কাকদ্বীপ বনকর্মিদের উদাসিনতায় প্রশ্ন গ্রাসবাসিদের? ।
- Dec 07, 2019
বিশাল আকৃতি রবিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপ ব্লকের গঙ্গাধরপুর স্কুল মোড় এলাকায় । শনিবার সকালে কমল বাগের বাড়ি লাগোয়াই খালে মাছধরার জায়গা “বাঁকি”তে পরে। প্রতিবেশি মহিলা উদ্ধার করে । পরে চিৎকার চেঁচামেচিতে অন্যান্য প্রতিবেশিরা ছুটে আসে। খবর দেওয়া হয় কাকদ্বীপ বনদফতরকে। কোন ভাবে বনদফতর না আসায় জ্বালের মধ্য ধরে রাখে সাপটিকে ।
আরও পড়ুনকৃষি বিভাগে ক্ষতিপূরনের কাজ শুরু পাথরপ্রতিমা গ্রামপঞ্চায়েতে ।
- Dec 07, 2019
চলতি বছরে ঘটে যাওয়া বুলবুল ঘূর্নিঝড়ের দুস্বপ্ন আজও ভুলতে পারেনি সুন্দরবনবাসি । ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূর দেওয়া হয়েছে প্রশাসনিক ভাবে । কখন রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে! কোথাও কোথাও আবার সেচ্ছাসেবি সংগঠনের মধ্য দিয়ে! মুখ্যমন্ত্রী ঘোষনার পর রাজ্যর “কৃষি বিভাগের” তরফে সুন্দরবনের নানান গ্রামপঞ্চায়েতে শুরু হয়েছে ফর্ম ফিলাপের কাজ । বাদ যায়নি বেশি ক্ষতির মুখ পরা পাথরপ্রতিমা গ্রামপঞ্চায়েতে “বুলবুল” ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ চাষিদের ফর্মফিলাপ।
আরও পড়ুনপাথর প্রতিমা বরদাপুরের পোষ্ট মাস্টারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ ।
- Dec 06, 2019
পোস্ট অফিসে সঞ্চয় নিয়ে আস্থা হারাচ্ছে একাধিক সুন্দরবন বাসি । সরকারি প্রকল্পের বেনিফিসারিদের পাশাপাশি পোষ্ট অফিসে থাকা গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ ওঠে পাথরপ্রতিমার বরদাপুর ব্রাঞ্চ পোষ্ট মাস্টার গৌরহরি জানার বিরুদ্ধে । একাধিকবার গিয়ে আজও মেনেনি কোন সমাধান । পোষ্টমাস্টার নিজের দোষ ঢাকতে ওপর মহলের দোষারব করছেন।
আরও পড়ুন