পঞ্চায়েতের পাঁচ কাহন

স্যানেটারি ন্যাপকিনের মধ্য দিয়ে মহিলাদের প্রতি স্বাস্থ্যর নজির গড়ছে শেরপুর পঞ্চায়েত ।
- Dec 11, 2019
মেয়েরা অনেক ব্যাপারে অতি আধুনিক হলেও তাদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক উদাসিন। নিজেদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে তথ্য জানলেও, সঠিক পদ্ধতি অনেকেই জানেন না।প্রতিমাসে ঋতুস্রাবে আমাদের এলাকার মেয়েরা “স্যানিটারি ন্যাপকিন” ব্যবহার করে থাকেন।শিক্ষার সঙ্গে স্বাস্থ্য উন্নতি ঘটাতে এবার মগরাহাট পশ্চিম বিধানসভায় নজির গড়ল ‘শেরপুর’ গ্রাম পঞ্চায়েত। স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের নিয়ে “স্যানিটারি ন্যাপকিন” ব্যবহারে এগিয়ে এলেন রাজ্য সরকার।
আরও পড়ুন
“এন আর সির ” প্রতিবাদে শিরাকলে মহামিছিল ।
- Dec 10, 2019
“এন আর সির” প্রতিবাদে মহামিছিল করল মগরাহাট পশ্চিম বিধানসভার যুব তৃণমূল কংগ্রেস সহ মাদার তৃনমূল কংগ্রেস ।মিছিলে নেতৃত্বদেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা । শিরাকল গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরফে শিরাকল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আব্দুল রহিম মোল্লার আহব্বানে ১৮টি বুথ থেকে সর্মথকেরা যোগদেন। শিরাকোল গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসার ঠেস থেকে শুরু হয় মিছিল শেষ হয় শিরাকল সেরপুরচারমাথার মোড়ে।
আরও পড়ুন.jpeg)
বিজেপি সদস্যর পাশে তৃনমূল ।
- Dec 10, 2019
উস্থি থানার শিরাকল গ্রাম পঞ্চায়েতের মন্ডল পাড়ায় অটো বাইক মুখোমুখি সংঘর্ষে জখম হন গ্রামসভার সদস্য অর্পন মন্ডল । বর্তমানে অর্পন বাবু শিরাকল গ্রামপঞ্চায়েতের ১৯ নং বুথের সদস্য । মন্ডল পাড়ায় নিজের চলন্ত বাইক ধাক্কা মারে যাত্রীবাহি অটোকে । আহত অর্পন মন্ডলকে উদ্ধার করার কেউ এগিয়ে আসেননি । রাজনৈতিক ইসু ভুলে এলাকার যুবক মিঠুন মন্ডল আহত অর্পনকে নিয়ে যায় ই এস আই হাসপাতালে ।
আরও পড়ুন