খবরের জন্য

যোগাযোগ: 8016367537 / 8648868278


Email ID: zillarbarta19@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ: 9153043352 / 7478809472


।। নামখানায় আজ তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত প্রার্থীদের বিজয় মিছিল ।।

  • Jul 15, 2023

দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত প্রার্থীদের আজ বিজয় মিছিল। উপস্থিত ছিলেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা এবারের পঞ্চায়েত সমিতির ফ্রেজারগঞ্জ জিপির পঞ্চায়েত সমিতির জয়যুক্ত প্রার্থী অভিষেক দাস,নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অনাথ বরণ মাইতি, সহ তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী।

আরও পড়ুন

।। জয় পেয়েও জয়ী নয় দক্ষিণ সুন্দরবনের নামখানা ব্লক ।।

  • Jul 11, 2023

দক্ষিণ সুন্দরবনের ১৩ টি ব্লকের মধ্যে নামখানা অন্যতম ব্লক। নামখানা ব্লক সাতটিগ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ফ্রেজারগঞ্জ, মৌসুনি, হরিপুর, নামখানা, বুধা খালি, নারায়ণপুর। সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি হাতছাড়া হলেও বাকি ছটিতে দখলে রাখে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের দাবী ২০২১ সালে যে ফল নামখানা ব্লক তৃণমূল কংগ্রেস করেছে তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। নামখানা ব্লকের ২০২৩ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ফলাফলে কিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েত কুড়িটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় সাতটি আসন, কংগ্রেস একটি এবং 12 টি আসন পায় বিজেপি। ফলে এই পঞ্চায়েত বিজেপি জয় লাভ করে। অন্যদিকে মৌসুনি গ্রাম পঞ্চায়েত কুড়িটি আসনের মধ্যে একটি বিজেপি একটি সিপিএম ১৭টির তৃণমূল কংগ্রেস এবং একটি নির্দল আসন দখলে রাখে। পঞ্চায়েতি তৃণমূল কংগ্রেস মসনদ দখল করে। হরিপুর গ্রাম পঞ্চায়েত ২৪টি আসনের মধ্যে ৬টি বিজেপি, ১৮টি তৃণমূল কংগ্রেস দখল নিয়ে পঞ্চায়েত আবারো ঘাসফুল মসনদ দখল করে। বুধা খালি গ্রাম পঞ্চায়েতের ২৫ টি আসনের মধ্যে বিজেপি দুটি এবং বাকি ২৩ টি তৃণমূল কংগ্রেস দখল করে পুনরায় বুধা খালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল নেয়। অন্যদিকে নামখানা গ্রাম পঞ্চায়েত ৩০ টি আসনের মধ্যে পাঁচটি বিজেপি এবং 25 টি তৃণমূল কংগ্রেস দখল নিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেস নামখানা গ্রাম পঞ্চায়েত জয়লাভ করে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ২৪ টি আসনের মধ্যে তিনটি বিজেপি এবং 21 টি তৃণমূল কংগ্রেস দখল নিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত জয়লাভ করে। অন্যদিকে নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েত 28 টি আসনের মধ্যে ১১ টি বিজেপি এবং ১৭ টি তৃণমূল কংগ্রেস দখল নিয়ে আবারও এই পঞ্চায়েত জয়লাভ করে আগের মতো মসনদ দখল করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন

।। ঘাসফুলকে দূরমুস করে পদ্ম ফোটালো ফ্রেজারগঞ্জ ।।

  • Jul 11, 2023

দীর্ঘদিন ধরে লাল দুর্গের অধীনে ছিল ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। একটা সময় হাত কংগ্রেস আর কাস্তে হাতুড়ির তারার লাল দুর্গ দাপিয়ে মেরেছিল ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকা গুলি। পালাবদলের অনেকটাই চেষ্টা করেছিল ঘাসফুল শিবির তৃণমূল কংগ্র। ২০১৪ এবং ২০১৬ দুবার তৃণমূল দখলে নেয় এই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। কিন্তু দুর্নীতি ইস্যু স্বজন-পোষণ বিরুদ্ধচারণ হয়ে পড়ে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এগিয়েছিল পদ্ম শিবির। সেখান থেকে কর্মী সমর্থকেরা উদ্বিগ্নাই যে এই পঞ্চায়েতে পদ্ম ফোটাতেই হবে। মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদীপ কুমার বৈদ্য পাশাপাশি মন্ডল সভাপতি এবং বুথ কর্মীরা আদা জল খেয়ে নেমে পড়েন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে গেরুয়া করা। কুড়িটি বুথে প্রায় 40000 মানুষের বাস। পঞ্চায়েতের অভাব অভিযোগ ছিল বঙ্গোপসাগর এবং নদী বাঁধ ভাঙনের। একাধিক ঘূর্ণিঝড় সাক্ষী রয়েছিল এই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আইলা থেকে লাইলা বুলবুল আমফান যশ প্রত্যেকটা ঝড়ই কিন্তু সাক্ষী রেখেছিল ফ্রেজারগঞ্জ। সেই প্রকৃতির দুর্যোগ ইস্যু আর স্বজন পোষণ কে পাথেয় করে তৃণমূলের দুর্নীতি ছড়িয়ে পড়ে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। যেটাকে ইস্যু করে এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়তে সক্ষম হয়েছে পদ্ম শিবিরের সমর্থকেরা। কুড়িটি বুথের মধ্যে বারটি এক নিমেষে বিপুল পরিমাণের জয় আনে বিজেপি। একটি কংগ্রেস এবং বাকি সাতটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। নবজুয়ার থেকে শুরু করে দিদিকে বলো থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিল এই প্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থন।। রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রীর খাস তালু এই ফ্রেজারগঞ্জ। অথচ সেই খাস তালুর ফ্রেজারগঞ্জ আজ হাতছাড়া হলো বিজেপির হাতে। জয় উল্লাসে রীতিমতো কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ দিশেহারা। মথুরাপুর সাংগঠনিক জেলার ৯৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম জয়ের আনন্দে এই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকেরা অভ্যর্থনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী রাজ্যের সভাপতি এবং জেলার সভাপতি কে।

আরও পড়ুন