পঞ্চায়েতের পাঁচ কাহন

হরিহরপুরে চলছে একশ দিনের কাজ।
- Jun 21, 2020
দীর্ঘদিনের মানুষের দাবী ছিল খাল সংস্করনের। নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে একাধিক জায়গায় চাষ বন্ধ হয়ে গিয়েছিল মগরাহাট এলাকায়। সাধারণ মানুষের পাশাপাশি চাষীদের কথা মাথায় রেখে খাল সংস্কারের উদ্যোগ গ্রহণ করল মগরাহাট একনম্বর ব্লকের হরিহরপুর গ্রাম পঞ্চায়েত। ১০০দিনের কাজের মধ্য দিয়ে শুরু হলো সংস্করণের কাজ ।
আরও পড়ুন
ত্রানের আয়োজন নামখানা একাডেমিতে ।
- Jun 14, 2020
একদিকে করোনা অন্যদিকে আমফান,বিপদগ্রস্থ করে তুলেছে সুন্দরবন লাগোয়া ও বিস্তীর্ণ সুন্দরবনকে। সাধারন মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন।নামখানা একাডেমি থেকে ত্রানের ব্যবস্থার উদ্যোগ নিলেন বাগুইহাটির “উদয়ন সংঘের ইয়ংস্টার অ্যাসোসিয়েশন” নামে একটি স্বেচ্ছা সেবি সংগঠন ।প্রায় ৫০০জনকে ত্রান সামগ্রী তুলেদেন সংগঠনের সম্পাদক অমলেশ বোস।
আরও পড়ুন
স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের পাশে ভারত সেবাশ্রম সংঘ।
- Jun 13, 2020
একদিকে অামফান ঘূর্ণিঝড় অন্যদিকে করোনা ভাইরাস মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা জেলায় সাধারণ মানুষের কাছে। দুঃস্থ ক্ষতি গ্রস্তদের পাশে ভারত সেবাশ্রম সংঘ। কুলপি ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েতে ভারত সেবাশ্রম সংঘের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেন ত্রান সামগ্রী।ভারত সেবাশ্রম সংঘের শ্রী খোকন মহারাজ মহিলাদের হাতে বিতরন করেন।
আরও পড়ুন