পঞ্চায়েতের পাঁচ কাহন

ঝালবাড়ি বেহাল রাস্তা সংস্করনের দাবিতে বিজেপির বিক্ষোভ।
- Sep 30, 2020
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে শামিল জেলা বিজেপি। কুলপি এক নম্বর মন্ডলের বিজেপির সাধারণ সম্পাদক মনোজ মণ্ডল এর নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। উত্তর ঈশ্বরীপুর গ্রামে সাধারন মানুষের কথা মাথায় রেখে এই অান্দলোনে সামিল বলে দাবি বিজেপির।অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্করন হয়নি ঝালবাড়ি থেকে কলারচক দীর্ঘ তিন কিলোমিটার পিচের রাস্তা।
আরও পড়ুন
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের পুরস্কার অর্জন করলো সুন্দরবনের প্রতাপাদিত্য গ্রামপঞ্চায়েত।
- Sep 25, 2020
ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতিবছর দেশের সেরা পঞ্চায়েত বেছে নেওয়ার জন্য আয়োজন করে “দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরণ” প্রতিযোগিতা। স্যানিটেশন, নিজস্ব তহবিল সংগ্রহ, একশ দিনের কাজ বিভিন্ন বিভাগের উঠে এসেছিল কাজের নিরিখ। পাশাপাশি প্রতিযোগিতায় সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ (জি.পি.ডি.পি.) গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা। ২০১৯ সাল পর্যন্ত মন্ত্রক সারা দেশের মধ্যে একটি'ই মাত্র গ্রাম পঞ্চায়েতকে এই পুরস্কার দিয়ে এসেছে। কিন্তু এবছর নিয়ম বদলেছে। দেশের প্রতিটি রাজ্যে সেরা পঞ্চায়েতকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রক।এই প্রথম বার রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের সঙ্গে প্রতিদ্বন্দ্বি করে লিরপা পায় দক্ষিন সুন্দরবনের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুন
শতাধিক গ্রামবাসি বিজেপিতে যোগদান।
- Sep 01, 2020
পঞ্চায়েত একাধিক দূর্নীতি। গ্রামের অনুন্নয়ন কাজ ।বুলবুল থেকে আমফান প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত থাকার পাশাপাশি তৃণমূল ,জোট সিপিএম কংগ্রেস দলত্যাগ করে বিজেপিতে যোগদান শতাধিক গ্রামবাসীর। নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের ঘটনা। এদিন মহিলা পুরুষ সদ্য দলত্যাগিদের হাতে বিজেপির দলিয় পতাকা হাতে তুলেদেন মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সদস্য অরফে কুল্পি বিধানসভার অবজারভার অরুন কুমার জানা।
আরও পড়ুন