খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। নামখানায় বিজেপি কর্মীদের আক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ।।

  • Jul 03, 2023

বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে।গত ২৭শে জুন দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার পাতিবুনিয়ার ২৩৯ নম্বর বুথে বিজেপি কর্মী অনুপ পান্ডাকে মারধর করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাধব চন্দ্র লায়েক। এরপর স্থানীয় বাসিন্দারা ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় হাসপাতালে। বিজেপি কর্মী সমর্থকরা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই এলাকায় বিক্ষোভ দেখায়।

আরও পড়ুন

।। রবিবার সকাল থেকে প্রচারের ব্যস্ততায় বিজেপির প্রার্থীরা ।।

  • Jul 02, 2023

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এবারের পাখির চোখ ডায়মন্ড হারবার। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে পথে নেমেছেন বিজেপির প্রার্থীরা। তৃণমূল দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে এবারের পঞ্চায়েতের লক্ষ্য নিয়ে পথে নামলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের কানপুর ধর্মবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পাশাপাশি গ্রাম সভা প্রার্থীরা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি দীপক কুমার হালদারের নেতৃত্বে প্রার্থীরা, রবিবার সকাল থেকেই বাড়ি প্রচার স্বার্থে ব্যস্ত।

আরও পড়ুন

।। তৃণমূ‌লের উপপ্রধান এবা‌রের ত্রিস্তর পঞ্চা‌য়ে‌তের সি‌পিএ‌মের পার্থী ।।

  • Jul 02, 2023

দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোনা দোলুই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় সূত্রে জানা যায় ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩৩৪টি ভোটে জয়লাভ করেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে। এরপরে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান হিসেবে মনোনীত হন। কিন্তু তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাতে তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েত থেকে বের করে দেন তাঁকে। তিনি জানান এবারের ভোটে তিনি সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন মানুষের ইচ্ছাতেই। তবে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস জানান তিনি সিপিএম পার্টি করতে গেছেন শুধু লোভের আশায়।

আরও পড়ুন