সম্পাদকীয় কলম

। । কালি ও কলম । ।
- Aug 12, 2022
বর্তমান যুগে রাজনৈতিক দামাচলে কখন কলমে কালি নেই। আবার কখন কালি থাকলেও কলম নেই। শিক্ষিতরা আজ মুর্খ ।আর মুর্খরা আজ যেন শিক্ষিত। এপরিচয় দেবার থেকে লজ্জা জন্মায় তাদের । যাদের নিষ্ঠা আর বুদ্দি বিদ্যার কাছে চরম আকার নেই। বর্তমান যুগের কলমের থেকে টাকার মুল্য যখন বেশি প্রমান করে ।
আরও পড়ুন
অর্থভান্ডার এখন বাংলার মন্ত্রীদের ।
- Jul 30, 2022
এক নেতার ঘনিষ্ঠের ঘরে টাকার পাহাড় দেখলো বাংলার মানুষ। যিনি ছিলেন তৃণমূলের মহাসচিব। একাধিক দফতরের মন্ত্রীও। তবে মন্ত্রীত্ব ও পদ গিয়েছে। এখন প্রাক্তন। এখন তিনি এসএসসি নিয়োগ দুর্নীতির দায়ে ইডি হেফাজতে।মন্ত্রীর আত্মীয়দের ঘরে কেন ধন কুবের। এ প্রশ্ন আপনার আমার আমাদের সবাইয়ের। এবাংলা যদি উন্নয়নের বাংলা হয় । এবাংলা যদি প্রতিবাদের বাংলা হয়।
আরও পড়ুন
লক্ষ্মীর আড়াধনা কোজাগরীতে।
- Oct 20, 2021
লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়।কোজাগরী শব্দের অর্থ দুর্গাপূজা যেমন মূলত বারোয়ারি, লক্ষ্মীপূজা গৃহস্থের পূজা। যে রাতে লক্ষ্মীর পূজা হয়, সেটি হলো কোজাগরী পূর্ণিমা। কো জাগরী– অর্থাৎ কে জেগে আছ–কথাটি থেকে কোজাগরী। কোজাগর মানে, ‘কে জাগে?’ যার নেই সে পাওয়ার আশায় জাগে। যার প্রচুর আছে সে হারানোর ভয়ে জাগে! ভক্তদের বিশ্বাস, পূজার পর ওই রাতেই নাকি মা ঘরে ঘরে উঁকি দিয়ে দেখেন কে জেগে আছে। আর যে জেগে থাকে, তার হাতেই ধরিয়ে দেন ধন সম্পদে পরিপূর্ণ ঝাঁপিখানি। লক্ষ্মীপুজোয় যে আল্পনা দেওয়া হয়, তাতে মায়ের পায়ের ছাপও আঁকা হয়। বিশ্বাস ওই পথেই মা ঢুকবেন গৃহস্থের ঘরে।
আরও পড়ুন