
দুই বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রমজীবীদের চড়ুইভাতির আয়োজন ।
- ঘুরে আসি | Oct 31, 2020
নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ড হারবার ঃ প্রতি বছরের ন্যায় এবছরও শ্রমজীবি ইমরাতি মিস্ত্রিদের নিয়ে চরুই ভাতির আয়জন করল বেসরকারী দুই প্রতিষ্ঠান । “গগন টি এম টি বারের” উদ্যোগে “মান্না আইরন স্টিলের” সহযোগিতায় একদিন ব্যাপী চড়ুইভাতির আয়োজন করা হয়। যার অনুপ্রেরণায় ছিলো “মাস্টার বিল্ডার”।
নিজস্ব চিত্র।
ডায়মন্ড হারবার কেল্লার মাঠে মোট ত্রিশ জন শ্রমজীবী ইমারতি মিস্ত্রিদের হাতে গেঞ্জি ,টুপি,ব্যাগ বিতরণ করা হয়। দুপুরে খাওয়া-দাওয়া ছিল বিরিয়ানি । রসাল চিভের স্বাদে, নোনা হাওয়া গা ভাসিয়ে আহারে-বাহারে সারেন ইমারতি মিস্ত্রিরা । ডায়মন্ড হারবার কেল্লার মাঠের এমন অনুষ্ঠানে সাধুবাদ জানিয়েছে শ্রমজীবী ইমারতি মিস্ত্রিরা ।
নিজস্ব চিত্র।
মগরাহাট পশ্চিম এলাকায় এদের প্রত্যেকের বাড়ি । অক্লান্ত পরিশ্রমে মধ্য দিয়ে আজ সবটাই অবসান ঘটিয়েছে দুই প্রতিষ্ঠান কর্তাদের দ্বারা । যা আনন্দিত প্রত্যেকে ।এভাবেই বছর বছর তারা চলতে চাই। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে বলে শপথ নেন প্রত্যেকে ।