উস্থিতে বিজেপির কর্মিসম্মেলন রাজ্য সভাপতি দীলিপ ঘোষের ।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Dec 31, 2019
নিজস্ব প্রতিনিধি,উস্থি ঃ মথুরাপুর লোকসভায় সাংগঠনিক জেলার উস্তি পদ্মপুকুর ভবনে বিজেপির মণ্ডল জেলা কার্যকর্তা দের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। প্রধান বক্তা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । কার্যকর্তাদের উদ্দ্যেশ বলেন সংগঠন কে বুথস্তর পর্যন্ত বিস্তার ঘটিয়ে সি এ এ অর্থাৎ নাগরিকত্ব প্রদানের বিষয়টি বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে ।
নিজস্ব চিত্র।
ভোটার লিস্টের কাজ করার উপর জোরদিতে হবে। যারা যারা কাজের লোক তাদের কাজ দিতে হবে । কাউকে বাইরে রাখা যাবে না। টি এম সি যেভাবে “সি এ এ” ও “এন আর সি” নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তার মোকাবিলায় পথ সভার মাধ্যমে জনগন কে সচেতন করতে হবে।
নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী এখন বিজেপি কে ভয় পেয়েছে তাই ভুল ভাল বকছে । মাথার ঘায়ে কুকুর পাগল মতো অবস্থা নিজেররাজ্যে আগুন জালিয়ে রাচিতে গিয়ে অন্যের শপথ গ্রহনে ভোজ খাচ্ছেন এর থেকে লজ্জার আর কি আছে । দিদি বলেছিলেন লোকসভায় ৪২ শে ৪২ নেব আমি বলেছিলাম ১৯ শে হাফ করব।ওদের ২২ শে নামিয়ে ছি, এবার ২১ শে সাফ করব এই শপথ নিয়ে এখান থেকে যাব। সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর জেলা সভাপতি দীপংকর জানা (তপন) জোন কনভেনার গৌতম চৌধরী অভিভক্ত জেলার প্রাক্তন সভাপতি অভিজিত দাস, জেলা সহকারী সভাপতি সুফল ঘাঁটু।