ডায়মন্ড হারবার তৃনমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচি।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Dec 29, 2019
নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ড হারবার ঃ নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দুদিন ব্যাপি রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের।
নিজস্ব চিত্র।
ডায়মন্ড হারবার এম বাজারের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নিয়ে ধর্নায় বসেন ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার সহ কয়েক হাজার তৃনমূল সর্মথক। লোকসংগীতের মধ্য দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ।
নিজস্ব চিত্র।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক হালদার, তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস,ডায়মন্ডহারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মিরা হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি,সহকারী সভাপতি,ডায়মন্ড হারবার বিধানসভার প্রধান,উপপ্রধান সহ গ্রামসভার সদস্যরা।
নিজস্ব চিত্র।
বিধায়ক দীপক কুমার হালদার বলেন নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব গোটা বাংলার মানুষ । মুখ্য মন্ত্রীর নির্দেশে বসা হয়েছে ধর্নাতে।
নিজস্ব চিত্র।
ডায়মন্ড হারবারের মানুষের আতঙ্কের কোন কারন নেই । এখানে কোন কিছু করা হবে না । মানুষের পাশে রয়েছে সরকার মানুষ মুখ্য মন্ত্রীর পাশে রয়েছে। তাই নৈতিক জয় হবে সাধারন মানুষের । নোংরা রাজনীতি করছে বিজেপি। ২১শে মানুষ জবাব দেবে।