নাগরিকত্ত সংশোধনী বিলের প্রতিবাদে ধর্না কর্মসূচি পাথরপ্রতিমা ব্লক তৃনমূল কংগ্রেসের ।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Dec 28, 2019
নিজস্ব প্রতিনিধি,পাথরপ্রতিমা ঃ ‘এন আর সি’ ও ‘সি এর’ প্রতিবাদে পাথরপ্রতিমা ব্লকের তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি। মূল বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন পাথরপ্রতিমা বিধানসভার বিধায়ক সমির কুমার জানা। এছাড়া রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সহকারীসভাপতি, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
নিজস্ব চিত্র।
সকাল দশটা থেকে শুরু হয়েছে ধর্না দিয়ে অবস্থান কর্মসূচি। কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে সভা চলছে। রামগঙ্গা বাসস্ট্যান্ডের মোড়ে চলছে লোকো সংস্কৃতির মধ্য এমন কর্ম যোগ্য। উপস্থিত আছেন বিধায়ক সমির কুমার জানা,কর্মাদক্ষ প্রিয় রঞ্জন মাঝি, মহিউদ্দিন মোল্লা ,রাধাশ্যাম পন্ডিত , ব্লকনেতা কালিপদ দাস ,পাথরপ্রতিমা ব্লকের ১৫টি অঞ্চলের অঞ্চল সভাপতি ,জেলা পরিষদের সদস্যা মনুশ্রী মন্ডল, সদস্য ।
নিজস্ব চিত্র।
পাথরপ্রতিমা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তরুণ হালদার, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সদস্যরা। জেলার ২৯ টি ব্লকে প্রতিটি জায়গায় চলছে ধর্না কর্মসূচি। তৃনমূল কংগ্রেসের সুপ্রিমোর নির্দেশে চলছে ধর্না কর্মসূচি । এদিন বিধায়ক সমির কুমার জানা বলেন নাগরিকত্ত সংশোধনী বিল নিয়ে সুন্দরবন মানুষের মধ্য আতঙ্ক তৈরী করেছে । বিজেপির এমন কর্ম কান্ডে মানুষ বিতশ্রুদ্ধ ।
নিজস্ব চিত্র।
নদী মাতৃক দেশে বাংলা দেশ থেকে যারা এসেছেন তারা সত্তর আশি বছর ধরে পাথর প্রতিমায় বসবাস করছেন । পনেরটি গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করছেন তারা এদেশিয় ।
বিধায়ক সমির কুমার জানা। নিজস্ব চিত্র।
সুতরাং নাগরিকত্ব নিয়ে বিজেপি যে রাজনৈতিক চক্রান্ত করছে। মানুষের মধ্য যে সংশয় তৈরী হয়েছে। মূখ্যমন্ত্রীর নির্দেশে তারা পথে নেমেছেন । বিষয়টি আরো আন্দলোনের পথ বাছবে ।