ভুয়ো ভোটার গ্রেফতার
- ফ্যাক্ট ফাইল | May 03, 2025
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক;-উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ আর এই হিঙ্গলগঞ্জ! লাগোয়া বাংলাদেশ বর্ডার! আর এই বর্ডার মানে দুই পারের চোরাচালান অবৈধ কারবারের জায়গা! তার সাথে সাথে মানুষ যেন পারাপার হয়! সূত্র মারফত জানা যায় যায় জাহাঙ্গীর হোসেন গাজী, পিতা জাহিদ আলী গাজী, তার আদি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়! বর্তমানে তার সেখানকার ভোটার কার্ডও রয়েছে! আবার তিনি ভারতবর্ষের উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জ বিধানসভার বাঁকড়া এলাকার বাসিন্দা এখানেও তার ভোটার কার্ড আধার কার্ড সবই রয়েছে।

নিজস্ব চিত্র
গত ২৬ বছর ধরে এইভাবে অবৈধভাবে বসবাস করছেন জাহাঙ্গীর হোসেন গাজী গত মাসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুতুড়ে ভোটার ধরার যে নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন এপারের ওপার দু পারের ভোটার! সেই মোতাবেক হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে হিঙ্গলগঞ্জের বাখরা এলাকায় হানা দিয়ে জাহাঙ্গীর হোসেন গাজীকে গ্রেপ্তার করে! বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়।তিনি ছাব্বিশ বছর ধরে কেন এইভাবে অবৈধভাবে বসবাস করছেন ভারতে ।তিনি কোন অবৈধ কারবারের সঙ্গে জড়িত আছেন কিনা সেটাও খতিয়ে দেখা হবে তদন্তকারীদের পক্ষ থেকে।
