খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


তৎপর প্রসাশন

  • ফ্যাক্ট ফাইল | Dec 18, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-পূর্ব কলকাতার জলাভুমিতে বে আইনী নির্মান ভাঙল সোনারপুর ব্লক প্রশাসন। ভারতের অন্যতম বড় জলাভূমির মধ্যে পড়ে পুর্ব কলকাতা জলাভূমি। জমি মাফিয়াদের দাপটে অধিকাংশ জায়গায় জলাভূমি ভরাট করে তৈরি করা হচ্ছে বে আইনী নির্মান।

মুলত ভিন রাজ্যের বাসিন্দারা এই জমি কিনে সেখানে বাড়ি বানিয়ে বসবাস করছেন। এইসব বে আইনী নির্মান ভাঙার ব্যপারে ২০১৭ সালে রায়। ফের কলকাতা হাইকোর্ট ২৩ সালে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে এইসব বে আইনী নির্মান ভাঙার নির্দেশ দেয়। সেইমত আজ সকাল থেকে শুরু হয়েছে ভাঙার কাজ। সোনারপুর বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত, নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। ধীরে ধীরে সমস্ত বে আইনী নির্মান ভাঙা হবে বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে।