খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বিয়ের আসর থেকে উদ্ধার নাবালিকা ।

  • ফ্যাক্ট ফাইল | Dec 18, 2024

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক-দক্ষিণ ২৪ পরগনা নারায়ণপুর এলাকায় এক নাবালিকা মেয়েকে তার বাড়ির লোকজন বিবাহ বন্ধনের আবদ্ধ করার জন্য যখন ব্যস্ত ছিল

                                       নিজস্ব চিত্র

তখনই কাকদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের পিঁড়ি থেকে কল্পনা দাসের নাবালিকা মেয়েকে উদ্ধার করে এবং নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কল্পনা দাসকে গ্রেফতার করে আজকের সকালেই,
কাকদ্বীপ থানার পুলিশ ওই নাবালিকার মা ও যে ছেলের পরিবারের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে।।