খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বিরলতম রোগে আক্রান্ত শিশু ,নিজের সন্তানকে বাঁচাতে দিশাহারা হতদরিদ্র পরিবার

  • ফ্যাক্ট ফাইল | Dec 09, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বিরলতম রোগে আক্রান্ত শিশু আর সেই রোগের চিকিৎসা করার জন্য দিশাহারা হয়ে গিয়েছে হতদরিদ্র পরিবার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে শিশুর বাবা-মা। এই রোগের একটি ইনজেকশন এর দাম আনুমানিক ষোল কোটি টাকা, সেই বিপুল অংকের টাকা জোগাড় করতে কার্যত দিশাহারা হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা। আর পাঁচটা শিশুদের মতন ২০২২ সালে বাবা-মার কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সরদার। জন্মের পর থেকে আর পাঁচটা শিশুর মতন ই বড় হয়ে উঠছিল কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়লো মেরুদণ্ডের পেশীর অ্যাট্রোফি (SMA) tpye ২ রোগ। পরিবারের লোকজন এই বিরল রোগের চিকিৎসা খুঁজবে দিশাহারা হয়ে পড়েছে। প্রথমে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে একটি চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে।

নিজস্ব চিত্র 

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) একটি জেনেটিক ডিসঅর্ডার যা মেরুদন্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে, যার ফলে পেশীর অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয়। এই রোগের কারণে সাধারণত ৬ থেকে ১৮ মাস বয়সের মধ্যে প্রকাশ পায়। টাইপ ২এসএমএ সহ শিশুরা স্বাধীনভাবে বসতে পারে কিন্তু কখনো হাঁটতে পারে না। এই রোগের প্রতিকার একটি ইনজেকশন। এই ইনজেকশন এর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে এই ইনজেকশনের দাম ১৬ কোটি টাকা সাধারণত এই ইনজেকশন আমেরিকা থেকে আনতে হয়। দিন আনা দিন খাওয়া পরিবারের এত বিপুল অংকের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর থানার অন্তর্গত শংকরপুর গাজিরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সরদার। আজিজুল পেশায় ফল বিক্রেতা কার্যত দিনানা দিন খাওয়া পরিবার কিন্তু আজিজুলের ছেলে রিজওয়ানের শরীরে বিরলতম জিনগত এই রোগ ডানা বেধেছে। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে হতদরিদ্র আজিজুল সর্দার।