খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


পুষ্প বদ্ধ প্রাসাদ বাচাতে পথে নামল ত্রিপুরাবাসি

  • ফ্যাক্ট ফাইল | Dec 05, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- ত্রিপুরা আগরতলার পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্রাসাদ বাঁচান, ত্রিপুরার রাজন্য আমলের ইতিহাস সংরক্ষণ করুন, এই স্লোগানের মাধ্যমে বুধবার তিপ্রা মহিলা ফেডারেশন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আগরতলা সার্কিট হাউজের সামনে অবস্থানে বসে।

wbR¯^ wPÎ|

 

সংবাদ মাধ্যমের সামনে তারা দাবি তুলেছেন, ত্রিপুরা সরকার আগরতলার পুরাতন রাজভবন তথা রাজন্য আমলের পুষ্পবন্ত প্রাসাদকে ভেঙ্গে যে পাঁচতারা হোটেল করার সিদ্ধান্ত নিয়েছে, তা কোনমতেই পাঁচতলা হোটেল বানানো যাবে না। ১৯১৭ সালে ত্রিপুরার মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর কর্তৃক তৈরি হওয়া এই প্রসাদে হোটেল তৈরি না করে প্রাসাদটি'কে সংরক্ষণ করার দাবি জানান তারা।