
পুলিশের জালে গ্রেফতার
- ফ্যাক্ট ফাইল | Dec 05, 2024
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- ফের বারুইপুরে নেশা মুক্তি কেন্দ্রে মারধর। জানালায় গামছা দিয়ে উল্টো করে বেঁধে নগ্ন করে 14 বছরের নাবালককে বেধড়ক মারধরের ভিডিও পুলিশের হাতে আসে।তারপরেই বারুইপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে ওই নেশা মুক্তি কেন্দ্রে যায়। ওই নাবালক কে উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ সত্ত্বপ্রনোদিত মামলা রুজু করে ওই নেশা মুক্তি কেন্দ্রের ভাড়াটিয়া কে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ড পুরাতন বাজার সংলগ্ন এলাকায়।
wbR¯^ wPÎ |
অভিযুক্ত ভাড়াটিয়ার নাম পার্থ চক্রবর্তী। পুরাতন বাজার সংলগ্ন এলাকায় 11 মাস ধরে চলছিল এই নেশা মুক্তি কেন্দ্র। সেখানেই মাত্র 26 দিন আগে ভর্তি করা হয়েছিল ওই নাবালককে। ওই নেশা মুক্তি কেন্দ্রের মালিক শিবু প্রসাদ সাহা থানায় কাগজ জমা করেছেন। তিনি বলেন,11 মাস আগে ভাড়া দিয়েছিলাম পার্থ চক্রবর্তী কে। এরপরে পুলিশের কাছ থেকে জানতে পারি এক নাবালক কে মারধর করা হয়েছে। পুলিশ বলাতে ওই কেন্দ্র বন্ধ করে দিয়েছি। প্রসঙ্গত, কয়েক দিন আগেই বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে এক নেশা মুক্তি কেন্দ্রে এক চিকিৎসাধীন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরে আবার নেশা মুক্তি কেন্দ্রে এই বর্বরচিত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।