খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সুন্দরবনে কত বাঘ জানতে ফের গণনা শুরু হল

  • ফ্যাক্ট ফাইল | Dec 02, 2024

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবনে বাঘ সুমারিতে ব্যবহৃত ক্যামেরার ছবি বিশ্লেষণ করে তেমনটাই দাবি করেছিল বন দফতর। তবে গতবারের তুলনায় এবার আরও খানিকা সংখ্যা বৃদ্ধি হবে বলে আশাবাদী বন আধিকারিকরা। সংখ্যার দিক দিয়ে সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র সুমারিতে (অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশান) সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল ১০১ টি। এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মত বাঘ গণনা করে ২০২৩ সালে। সেই সুমারিতে সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি করেছিলেন বনকর্তারা। এবার সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি তাঁদের। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ।

২০২১-২২ সালে হয়েছিল সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশান। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই এস্টিমেশানের কাজ করে দেশের সমস্ত ব্যাঘ্র প্রকল্প। কাজ শেষের পর বাঘের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রতিবছরই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মত করে তাঁদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে। একইভাবে গভীর জঙ্গলে ইনফ্রা-রে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে একমাস ধরে চলে বাঘেদের ছবি তোলার কাজ। ছবি ওঠার পর সেই ছবি বিচার বিশ্লেষণ করে সুন্দরবনে বাঘেদের সংখ্যা নির্ধারণ করে বন দফতর। তবে এবার ৩০ দিনের বদলে ৪৫ দিন ধরে জঙ্গলে ক্যামেরা বসিয়ে ছবি তোলা হবে বাঘেদের জানিয়েছে বন দফতর। পাশাপাশি এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা ও ২৪ পরগনা বন বিভাগ এলাকায় এক সাথেই ক্যামেরা বসানো হবে। মোট ৭২২ টি ক্যামেরা ব্যবহার করা হবে এবারের বাঘ সুমারিতে। প্রায় ৩৫০ বনকর্মী এই ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে।

শেষ সর্বভারতীয় বাঘ সুমারির তুলনায় গত বছর সুন্দরবনে বাঘ গননায় অনেক বেশি সংখ্যায় বাঘের হদিস মিলেছিল জঙ্গলে। এবার সেই সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী বন দফতর।

 

প্রতীকী চিত্র

বন দফতর সূত্রের খবর, ১ বছরের নিচে যে সমস্ত শাবকের বয়স সেগুলিকে গননায় ধরা হয় না। গতবারের ছবি অনুযায়ী সেই শাবকের সংখ্যাও যথেষ্ট পরিমাণে রয়েছে জঙ্গলে। পাশাপাশি ১ থেকে ৩ বছর বয়সী বাঘের সংখ্যাও ২০ শতাংশের মত ছিল বলে দাবি বন দফতরের। ফলে গত এক বছরে যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা যে যথেষ্ট বেড়েছে সে সম্পর্কে কোন সন্দেহ নেই বলেই দাবি বন দফতরের।