রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করল স্থানীয়রা, এলাকায় চাঞ্চল্য
- ফ্যাক্ট ফাইল | Dec 02, 2024
নিজস্ব প্রতিনিধি,মগরাহাট: এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয় ওই ব্যক্তিকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকেরা। গুরুতর যখন ওই ব্যক্তির নাম হাসিবুল মোল্লা, বাড়ি মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। হাসিবুল পেশায় মাংস বিক্রেতা।
নিজস্ব চিত্র
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। গলার নলিতে গুরুতর আঘাত থাকার কারণে সম্পূর্ণ ঘটনা বিবরণ পুলিশের কাছে দিতে ব্যর্থ হয় হাসিবুল। কি কারনে মাংস ব্যবসায়ীর ওপর কে বা কারা হামলা করেছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।