
দুয়ারে ঘূর্ণিঝড় ডানা
- ফ্যাক্ট ফাইল | Oct 23, 2024
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক-উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা শুরু হতেই মৎস্যজীবীরা উপকূলে ফিরে আসতে শুরু করেছে।বঙ্গোপসাগরে নিম্নচাপের উত্তাল থাকবে সমুদ্রে আগামী ২২-২৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সতর্ক করলো আবহাওয়া দপ্তর ও মৎস্যদপ্তরের তরফে। আবহাওয়া অফিসের তরফে আর বলা হয়েছে নিম্নচাপ টি অবশেষে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই পরিস্থিতিতে এই তিন দিন সমুদ্র উত্তাল থাকবে।
আজকের সন্ধ্যার মধ্যে সমস্ত মৎস্যজীবী ট্রলার কে উপকূলে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যদপ্তরের পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূল থানার তরফে অনবরত মাইকিং শুরু করেছে পাশাপাশি উপকূলবর্তী অর্থাৎ নদীর ধার এলাকায় যে সমস্ত কাঁচাবারি ঘরের চাল এই সমস্ত বাড়ির বাসিন্দাদের জানিয়ে দেয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে অবিলম্বে আজকের মধ্যে সাইক্লোন সেন্টার বা স্কুল বাড়িতে চলে যেতে সেখানে শুকনো খাবারদাবাদের প্রস্তুত রাখা হয়েছে ।বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের বিভাগের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এই পাঁচ দিন বিশেষ করে সেচ দপ্তর ও বিদ্যুৎ দপ্তর এই সমস্ত বাহিনীকে ২৪ ঘন্টা মনিটরিং করতে বলা হয়েছে।আজ থেকে উপকূলবর্তী এলাকার মহকুমা শাসকের অফিস ও ব্লক প্রশাসনের অফিসে সারাক্ষণের জন্য ঘূর্ণিঝড় কে কেন্দ্র করে কন্ট্রোল রুম খোলা থাকবে। সেখান থেকে বিভিন্ন কর্মীদের বিপর্যয় মোকাবেলা মোকাবেলা বাইরে থেকে শুরু করে শেষ দপ্তর থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে আরো সমস্ত বিভাগের কর্মীদের নির্দেশ দেয়া হবে।অলরেডি সাগরের ভিডিও কানাইয়া কুমার এর নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর বিভিন্ন এলাকার নদী বাঁধগুলির তারা অলরেডি প্রস্তুত রেখেছেন ।