খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মথুরাপুরের সদিয়ালে রাঁচির মাইথনের ম্যারেজ হাউসের আদলে মণ্ডপ

  • ফ্যাক্ট ফাইল | Oct 19, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-ফি বছর লক্ষীপুজোয় চমক নিয়ে হাজির হয় মথুরাপুরের সদিয়াল। এবারও তার ব্যতিক্রম নয়। ফাইবার ও প্লাইউড দিয়ে রাঁচির মাইথনের ম্যারেজ হাউসের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। থাকবে এক লক্ষ ঝিনুক ও কৃত্তিম মুক্তার লক্ষী প্রতিমা। মঙ্গলবার ঘটা করে উদ্বোধন হয়ে গেল এই পুজোর। সদিয়াল গ্রামের এই লক্ষীপুজোকে ঘিরে চলে আটদিন ধরে উৎসব।

                                   নিজস্ব চিত্র

সদিয়ালের আমরা সবাই ভাই ভাই ও সদিয়াল জনকল্যাণ সমিতির উদ্যোগে এই পুজো এবার ১৮ বছরে পড়েছে। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকেন এই পুজোর দায়িত্বে। পুজোকে ঘিরে গ্রামের লোকজনের বাড়িতে আত্মীয়দের সমাগম হয়। মথুরাপুর, রায়দিঘী, মন্দিরবাজার শুধু নয়, বারুইপুর, কাকদ্বীপ, জয়নগর, সোনারপুর থেকেও মানুষজন ভিড় করে সদিয়ালের পুজো মণ্ডপে। পুজোর কর্তা মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার বলেন, সম্প্রীতির এই পুজো কে ঘিরে কয়েক মাস আগে থাকতেই চলে প্রস্তুতি। রথের দিন লক্ষী পুজোর খুঁটি পুজো হয়ে যায়। এবারে মণ্ডপের পাশাপাশি বিশেষ আকর্ষণ তালপাতার রাম ও সীতা ও পাটজাত দ্রব্য দিয়ে রামায়নে ভরতের খড়ম পুজোকে তুলে ধরা হয়েছে মণ্ডপে। দূর দুরান্তের মানুষজন আসেন এই পুজো দেখতে। এছাড়া আটদিন ধরেই চলে যাত্রা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।