কালী পূজার আগে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার ২
- ফ্যাক্ট ফাইল | Oct 19, 2024
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি সহ গ্রেফতার দুই , গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।, দুজনের বাড়ি জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি এলাকার ।
নিজস্ব চিত্র
দুজন বারুইপুর মহুকুমা আদালতে পেশ করা হবে । বুধবার গভীর রাতে বারুইপুর পুরন্দরপুর বাইপাস থেকে গ্রেফতার । গোপন সূত্রে বারইপুর থানার পুলিশ খবর পেয়ে একটি অটোতে তল্লাশি চালিয়ে অটোর মধ্যে থাকা প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজার তো করে গ্রেপ্তার হয় দুজন।।