ট্রেন অবরোধ
- ফ্যাক্ট ফাইল | Oct 09, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক;- সোনারপুর লোকাল ট্রেন বাতিলের কারণে অবরোধ । অবরোধ করলেন নিত্য যাত্রীরা।সোনারপুরে দক্ষিণ শাখার আপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ষষ্ঠীর দিনে কাজে যেতে ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রীরা।
নিজস্ব চিত্র
ভোগান্তির কারণে এমনই ঘটনা। খবর যায় জিআরপিতে। প্রায় তিন ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে থাকে। পরে আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে। শুধু ষষ্ঠীর দিন নয় এর আগেও অনিয়মিত ট্রেন চলাচলের কারণে ভোগান্তির শিকার হন ট্রেন যাত্রীরা। একাধিকবার সমস্যার কথা জানিয়ে কোন সমাধান না মেলায় পূজোর মুখে এমন ঘটনা ঘটায়। যদিও পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল