খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


গোপন ছবি তুলে ব্ল্যাকমেল , গৃহবধূকে

  • ফ্যাক্ট ফাইল | Oct 07, 2024

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-একাধিক বার ধর্ষণের অভিযোগ পরে ঘরের জানালা দিয়ে গৃহবধূর গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল। এরপর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর এক নম্বর ব্লকের গানিরাইট এলাকায় ।

                                     প্রতীকী ছবি 

অভিযোগ , রাতে ঘরে শুয়ে থাকার গোপন ছবি তুলে ফোনে ব্ল্যাকমেইল। এরপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ঐ গৃহবধুর স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে গলায় ছুরি ধরে খুন করার হুমকি দেয় ওই যুবক। এই কথা কাউকে বললে তাদেরকে খুন করে ফেলবে। এমনটাই অভিযোগ করলেন ঐ গৃহবধূ তার পরিবার।এবং তিনি জানান অভিযুক্ত ওই যুবক স্থানীয় তৃণমূল নেতার ভাই বা তৃণমূল কর্মী বলে পরিচিত।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। একজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।