নাবালিকার দেহ উদ্ধার
- ফ্যাক্ট ফাইল | Oct 05, 2024
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক - দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কুলতলীর মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার ঘটনা। এ বিষয়ে ঐ নাবালিকার পরিবার কুলতলির মহিষমারী পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
নিজস্ব চিত্র
এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। জয়নগর কুলতলী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঐ নাবালিকা টিউশান পড়ে বাড়ি ফিরছিল, সেই সময় ঘটনা ঘটে বলে অনুমান। গতরাত থেকে নিখোঁজ ছিল, আজ সকালে তার দেহ উদ্ধার হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।