
বারুইপুরে দুর্গাপূজার সমন্বয় সভা
- ফ্যাক্ট ফাইল | Oct 02, 2024
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক -বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে প্রকাশ করা হলো গাইড ম্যাপ। এই ম্যাপের মাধ্যমে গড়িয়া নরেন্দ্রপুর বারুইপুর জয়নগর ক্যানিংয়ের পুজো মণ্ডপ গুলির পথনির্দেশিকা পাওয়া যাবে। QR কোড স্ক্যান করলেই যেমন পুজোর লাইভ লোকেশন জানা যাবে তেমনি পার্কিং সম্পর্কেও জানা যাবে। সহায়তার জন্য যে সমস্ত পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ রয়েছে সেগুলিরও হদিস পাওয়া যাবে। এমনকি হসপিটালের লোকেশনও জানা যাবে।
নিজস্ব চিত্র
এবার পুজোর শান্তি এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে বলে জানালেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী। পুজোর কয়েকদিন রাহুল দা ক্লক পুলিশ রাস্তায় থাকবে বলে জানান তিনি। মহিলাদের সুরক্ষাতেও থাকছে বাড়তি নজর। উইনার টিম নজরদারি চালাবে বিভিন্ন এলাকায়। দুর্ঘটনা এড়াতে বাইকের ক্ষেত্রেও নজরদারি চালানো হবে বলে জানান পুলিশ সুপার।গড়িয়া মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে পুজোর গাইড ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন বারইপুর পুলিশ জেলার সমস্ত থানার আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন বারুইপুরের মহকুমা শাসক সোনারপুর উত্তর, দক্ষিণ ও জয়নগরের বিধায়ক