খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বন্দুক চালিয়ে পূজিতো হন মা ও উমা

  • জেলার চালচিত্র | Sep 25, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :- বারুইপুর পূর্ব বিধানসভা বৃন্দাখালি দমদমার সরদারপাড়া ২০০ বছরের পুরনো এই দুর্গাপুজো। এই দুর্গাপূজার বিশেষত্ব হলো বাইরে থেকে শত্রুরা এই এলাকার জমি জায়গা লুট করার জন্য এখানে তারা এসেছিলেন কিন্তু এই মা দুর্গা বন্ধুক হাতে একাই রক্ষা করেছিলেন। এই এলাকার মানুষেরা তাদের বাপ ঠাকুরদার কাছে থেকে শুনেছেন এই সমস্ত কাহিনী। সেখান থেকেই দশমীর দিন বিসর্জন যখন হয় বিসর্জনের ঠিক আগে দুরাউন্ড বন্দুক ফায়ার করে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় মা দুর্গাকে। 

 

                              নিজস্ব চিত্র 

আগের মত সেই বনেদিয়ানা না থাকলেও পুজোতে রীতিনীতি মেনে হয় সেই পঞ্চমী ষষ্ঠী থেকে দশমী রীতিনীতি মেনে পুজো হয়। শুধু এই দমদমার সর্দার পাড়া নয় উত্তরভাগের আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে এই পুজো তে। পুরুষ মহিলারা ওই কটা দিন আনন্দ উৎসব করে। কিন্তু তাদের একটাই আক্ষেপ বিশেষ করে মহিলারা যেভাবে আরজিকর কান্ডের অভয়া য় ঘটনা তাদের মনকে নাড়িয়ে দিয়েছে দোষীর উপযুক্ত শাস্তি অর্থাৎ তারা ফাঁসি চায় । এই পুজোর আগে যদি দোষীদের উপযুক্ত শাস্তি পায় তারা কিন্তু মনে প্রাণে পুজোটাকে ধুমধামেশ্বর সাথে আনন্দ করতে পারবে।। শুধু তাই নয়, এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তার বাইরে দেড় মাসের কাছাকাছি তারা সেখানে আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সেটা কেমন খারাপ লাগছে এই মুহূর্তে আমাদের মন কিন্তু অনেকটা ভারাক্রান্ত আমরা আশা করছি সুপ্রিম কোর্টের একটা বিচার চলছে উপযুক্ত শাস্তি যাতে পায় সেটাই তারা মনেপ্রাণে চাইছে এই সদ্দার পাড়ার মহিলারা