
নতুন আইনের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ বারুইপুর মহাকুমা আদালতে।
- ফ্যাক্ট ফাইল | Jul 03, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক :- নতুন আইনের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ বারুইপুর মহাকুমা আদালতে। আইনজীবী থেকে আরম্ভ করে মামলা কারিরাও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোঃ বিন তুঘলকের সঙ্গে তুলনা বিক্ষোভকারীদের।
নিজস্ব চিত্র
নতুন আইনে পুলিশকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ এই ক্ষমতার অপব্যবহার করবে বলে দাবি বিক্ষোভকারীদের ও আইনজীবীদের একাংশের। নতুন আইন জনস্বার্থে বিরোধী বলেও জানান তারা। বিক্ষোভ দেখানোর সময় আইনের নতুন বই ও পুড়িয়ে দেওয়া হয়।
১) হাফিজুর রহমান, আইনজীবী
২) জ্যোতি প্রকাশ মণ্ডল, বারুইপুর মহকুমা আদালত ফৌজদারী বার অ্যাসোসিয়েশনের সম্পাদক।