খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


পাচার হওয়া নাবালিকা সহ পরিবারদের ত্রান বিলি “চেতনা ওয়েল ফেয়ার সোসাইটির” ।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Dec 08, 2019

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ ঃত্রান নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তর্জা। “বুলবুল ঘূর্নিঝড়ে” ক্ষতিগ্রস্থদের ত্রানবিলি নিয়ে একে অপরের কাদা ছেঁটাছেঁটিতে ব্যস্থ ছিল ডান বাম সব পক্ষ । সব অবসান কাটিয়ে বিলি হয় “বুলবুল ঘূর্নিঝড়ে” ক্ষতিগ্রস্থদের ত্রান বিলি। এবার ত্রান বিলি নিয়ে অভিনবত্ত গড়লেন “চেতনা ওয়েল ফেয়ার সোসাইটি” নামে এক সেচ্ছা সেবি সংগঠন ।

নিজস্ব চিত্র।

 

সমাজে পিছিয়ে পরা পাচার হয়ে উদ্ধার হওয়া নাবালিকা সহ তার পরিবারদের হাতে তুলে দেওয়া হয় ত্রান সামগ্রী । কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যো গ্রামপঞ্চায়েতের দঃ গবিন্দপুর গ্রামে ৫০জন উদ্ধার হওয়া নাবালিকা মহিলাদের হাতে সামগ্রী তুলেদেন “চেতনা ওয়েল ফেয়ার সোসাইটির” সম্পাদক ‘শুভঙ্কর গোলদার’।

নিজস্ব চিত্র।

 

মহিলা উদ্ধারকারি পরিবারদের হাতে ত্রান সামগ্রি তুলে দেন পোগ্রাম অফিসার ‘সুব্রত পানিগ্রাহী’।

নিজস্ব চিত্র।

 

যা ,পেয়ে খুশি প্রত্যেকে । এদের কারোর বয়স দশ কারোর বারো,কেউ তেরো, চোদ্দ, পনের কেউবা ষোলো ! এদের প্রত্যেকের বাড়ি দক্ষিন সুন্দরবনের বিভিন্ন এলাকায় । কেউ সাংসারিক অভাবে কেউবা কিছু হওয়ার লক্ষ্য প্রতারকদের হাতেপরে পাচার হয়েছিল এই মহিলারা।

নিজস্ব চিত্র।

 

জীবনকে বাজি রেখে, আইনকে সঙ্গে নিয়ে, উদ্ধার হয় ঠিকিই । কিন্তু অবহেলিত, অবাঞ্ছিত মহিলাদের নিয়ে এমন ধরনের চিন্তা ভাবনা । যা নজর গড়েছে “চেতনা ওয়েল ফেয়ার সোসাইটির” কর্মকর্তারা ।

নিজস্ব চিত্র।

 

 

দুর্গত পরিবারদের এতোদিন ত্রান দিয়েছে দুই সরকার থেকে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু পাচার হয়ে উদ্ধার হওয়া বুলবুল ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রান দিলেন “চেতনা ওয়েল ফেয়ার সোসাইটি” ।

নিজস্ব চিত্র।

 

পাথরপ্রতিমা , নামখানা , কাকদ্বীপ থেকে আসা অসহায় পরিবারদের দেওয়া হয় ত্রান সামগ্রী,শীত বস্ত্র যার মধ্য রয়েছে কম্বল ,তোষক, ছোট-বড় দের পোষাক, খেলনা , এছাড়া ত্রিপল , রেসনের মধ্য রয়েছে চাল ১০কেজি, আটা ১০,নুন ১কেজি,চা ২০০ গ্রাম ,জ্যাম ১কেজি,মশার কয়েল,টর্চ লাইট , শুকনো খাবার ।

নিজস্ব চিত্র।

 

যা পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে সুন্দরবনের পাথরপ্রতিমা , কাকদ্বীপ,নামখানা থেকে আসা পাচর হওয়া মহিলা ও তার পরিবার পরিজনেরা ।