খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


দক্ষিন ২৪ পরগনার পূর্ব জেলায় বিজেপি সভাপতিকে বরন করলেন সর্মথকেরা।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Dec 07, 2019

 নিজস্ব প্রতিনিধি, বারুইপু ঃ নতুন বিজেপিকে বরন করলেন পূর্বজেলার সর্মথকেরা । দক্ষিন ২৪ পরগনার পূর্ব জেলার নব নির্বাচিত সভাপতি হরিকৃষ্ণ দত্তকে বারুইপুর জেলা কার্যলয়ে বিজেপির কয়েক হাজার সমর্থকেরা সংবর্ধিত করেন।

নিজস্ব চিত্র।

 

উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নেন।একুশে বিধানসভাকে পাথেয় করে এই জেলায় টিএম সি সরকারের অবসান ঘটানোয় মূল লক্ষ্য । উদ্দেশ্যো একটা বিজেপি সরকার প্রতিষ্ঠিত করা ।

নিজস্ব চিত্র।

 

এই প্রসঙ্গে নব নির্বাচিত সভাপতি বলেন ৬ জন প্রাক্তন সভাপতি দের সঙ্গে নিয়ে সকল কে সঙ্গে নিয়ে টি এম সির সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে পদ্ম ফোটাবেন। নতুন বাংলা জয় করবেন ।

নিজস্ব চিত্র।

 

উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা পূর্ব জেল অবজারভার অজয় চ্যাটার্জি, রাজ্য নেতা সত্যপ্রিয় চক্রবর্তী , প্রাক্তন সভাপতি গন, প্রদীপ মণ্ডল, দেবতোষ আচার্য, সত্যব্রত দত্ত, রজতাংশ গুপ্ত, পশ্চিম জেলা প্রাক্তন সহ সভাপতি সুফল ঘাঁটু, সহ আরো অনেকে।