খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। রায়দিঘি থানায় আশ্রয় কচ্ছপটি।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Dec 07, 2019

নিজস্ব প্রতিনিধি,রায়দিঘি: বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার । চাষির বাড়িতে থেকে উদ্ধার করে রায়দিঘি থানায় রাখা হয়েছে। সেখানে আশ্রয় কচ্ছপটি।

নিজস্ব চিত্র।

 

রায়দিঘীর মুক্তার ঘেরীতে উদ্ধার বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপ। সাধারণত সুন্দরবনের কাদা জলের কচ্ছপ কালো রঙের। কিন্তু হলুদ কচ্ছপ একেবারে বিরল। মাঠে কাজ করার সময় এই হলুদ কচ্ছপটিকে দেখতে পান টগরী মাইতি। তিনি তৎক্ষণাৎ তার স্বামীকে ডাকেন সেটি কে দেখার জন‍্য।তারাই কচ্ছপটিকে বাড়িতে আনেন।

নিজস্ব চিত্র।

 

এদিকে কচ্ছপটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন। খবর যায় রায়দিঘী থানা। রায়দিঘী থানা থেকে প্রাথমিক অনুসন্ধানের পর কচ্ছপটিকে থানায় জমা দিতে বলেছেন বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর কচ্ছপটি তারা উদ্ধার করে বণদপ্তরের হাতে তুলে দেবেন।