সুন্দরবনে অভিনব উদ্যোগ
- ফ্যাক্ট ফাইল | Mar 26, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ঃ- লাদাকবাসীর অনশনের সমর্থনে, হিমালয় পাদদেশ দখল মুক্ত করতে এবং সুন্দরবনকে বাঁচাতে বিশেষ কর্মসুচি সোলের।গোপাল শীল দক্ষিণ চব্বিশ পরগনা।রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের যুধিষ্ঠি জানার ঘাট সংলগ্ন এলাকায় সোল নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হিমালয় পাদদেশে দখলমুক্ত ও সুন্দরবনকে বাঁচাতে বিশেষ উদ্যোগ।
নিজস্ব চিত্র
উল্লেখ্য ৩৭০ ধারায় আইন রয়েছে কিনতে পারবে না, কিন্তু বর্তমানে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বড় বড় ব্যবসায়ীরা লাদাকে বিভিন্ন এলাকায় দখল করছে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বরফ গলে যাচ্ছে, গোমুখের গঙ্গোত্রী যেখান থেকে উৎপত্তি সেখানে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে হিমালয়কে দখল দখল করে নিচ্ছে বড় বড় ব্যবসায়ীরা, এইভাবে হতে থাকলেই সব থেকে বেশি ক্ষতি হবে সুন্দরবনের কারণ যেহেতু সুন্দরবন ভূপৃষ্ঠের সমুদ্রতল থেকে মাত্র ১৪ ফুট উপরে, যার ফলে বরফ গলে যে জল হবে সেই জল সুন্দরবন এলাকা প্লাবিত করবে। তাই হিমালয়কে রক্ষা করার দাবি নিয়ে লাদাক বাসি আজ ১৮ দিন অনশন শুরু করেছে। তাই লাদাক বাসীদের সমর্থনে এগিয়ে এলো সোল নামক সংস্থা। যুধিষ্ঠি জানার ঘাট থেকে নৌকায় করে সোলের সদস্যরা পোস্টার হাতে নিয়ে ম্যানগ্রোভ জঙ্গলের ধারে প্রতিবাদে স্বরব হন।