খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


গাড়িতে বিধ্বংসী আগুন। কপিলমুনির মন্দিরের সামনে গাড়িতে আগুন। ঘটনাস্থলে একটি ইঞ্জিন। কি কারনে আগুন তদন্তে পুলিশ

  • ফ্যাক্ট ফাইল | Mar 14, 2024

নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ঃ-কপিল মুনির আশ্রমে সামনে পার্কে গাড়িতে বিধ্বংসী আগুন।স্থানীয় অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে পার্কে রাখা ছিল একটি গাড়ি।

                              নিজস্ব চিত্র

সেই গাড়িতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায় ও দমকলের ।ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে‌।তবে কি কারণে আগুন লাগল তা এখনো জানা যায়নি। মৃন্ময় নস্করের রিপোর্ট। জেলার বার্তা