স্বয়ংসিদ্ধা নারী এরাই সুন্দরবোনের আদর্শ নারী
- আদর্শ নারী | Mar 09, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ঃ- কথায় আছে, যে নারী রাঁধে সে চুলও বাঁধে। এযুগের নারী স্বয়ংসিদ্ধা। তারা আজ থেমে নেই কোথাও। ঘরে-বাইরে প্রতি মুহূর্তে দশভূজার মতো লড়াই করছে। তাই প্রত্যেকের উচিত নারীদের সম্মান করা। নারী শক্তিকে কুর্নিশ ।৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
নিজস্ব চিত্র
একটা সময় নারীরা ছিলেন অনেক পিছিয়ে। সময়ের সাথে বদলেছে নারীদের জীবন। আজ এরা হয়েছে স্বাধীন, স্বনির্ভর। বিশেষ করে দক্ষিণ সুন্দরবনে একাধিক জায়গায় আজ নারীরা স্বাবলম্বী হতে পেরেছেন। এই যেমন কাকদ্বীপ ব্লকের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের রাম রতনপুর বরপাড়া গ্রাম। এই গ্রামের নারীরা আজ স্বাবলম্বীনের পথে। টেলারিং এর পেশায় গিয়ে রোজগেরে স্বামীর হাতে হাত মিলিয়েছেন বর্ণালী, রঞ্জিতা, প্রিয়াঙ্কা, শ্যামলীরা। নারী দিবসের দিন আজ এরা নারী হয়ে গর্বিত।
আজ এরা অনেকেই স্বাবলম্বী হয়েছেন। নারী হয়ে জন্মানোটাই সার্থক হয়েছে অনেকে।নারীর সম্মান ও শিক্ষার জন্য প্রতিটি মানুষের সহযোগিতা করা উচিত ।যাতে একটি সভ্য সমাজ গড়ে তোলা যায়। পাশাপাশি এটাও বোঝাবে যে, পুরুষের মতো নারীরাও সমান সম্মানের দাবিদার। সান্তনু পুরকাইটের রিপোর্ট।জেলার বার্তা।