বাঘ ও মানুষের মধ্যে সংঘাত বন্ধ করতে নতুন উদ্যোগ সুন্দরবনে।
- ফ্যাক্ট ফাইল | Feb 27, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ;- বাঘ ও মানুষের মধ্যে সংঘাত বন্ধ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করতে জয়দীপদের সংস্থা দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। জঙ্গল কেন্দ্রিক মানুষদের পাশে দাঁড়িয়ে এখনও একইভাবে কাজ করছেন তাঁরা। কিন্তু বাঘ সংরক্ষণ শুধু নয়, এবার তাঁরা বাঘরোল বা মেছো বিড়াল সংরক্ষণের বিষয়েও বিশেষ উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই গ্রামে গ্রামে এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে।
নিজস্ব চিত্র
শুধু গ্রাম নয়, শহর বা আধা শহর এলাকার মানুষ, স্কুল সহ বিভিন্ন জায়গায়ও এ বিষয়ে সচেতন বার্তা দেওয়া হচ্ছে। যে এলাকায় এই ধরনের প্রানিদের অবস্থান রয়েছে বা যেখানে এদের সাথে মানুষের সংঘাত ঘটছে সেখানেও বন দফতরের পাশাপাশি এই সংগঠনের কর্মীরাও মানুষকে সচেতন করার কাজ করছেন।
বিগত বেশ কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে একাধিক জায়গায় মেছো বিড়াল আক্রান্তের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। গ্রামবাসীদের হাতে অনেক মেছো বিড়ালের প্রাণ গিয়েছে ।বাস্তুতন্ত্রে তার মারাত্মক প্রভাব পড়ছে। সেই কারণে এই বন্য জন্তুদেরও সংরক্ষণ করতে হবে।
বন্য যন্ত্র সুরক্ষিত থাক এ দাবি প্রত্যেকের। বিউরো রিপোর্ট ।জেলার বার্তা।